ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ২০০৯ থেকে ২০২২। ১৩ বছর পার। চাকরির অনিশ্চয়তায় পথে নামলেন পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রার্থীরা। আজ দক্ষিণ ২৪ পরগনা  (South 24 Parganas) জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে ধর্নায় বসেন তাঁরা। সমস্ত জটিলতা কাটিয়ে দ্রুত নিয়োগের দাবিতে সরব হয়েছেন কর্মপ্রার্থীরা।


অনিশ্চয়তার আশঙ্কায় ফের পথে চাকরিপ্রার্থীরা: ১৩ বছরের অপেক্ষা কবে শেষ হবে? সময় যাচ্ছে, বয়স বাড়ছে, আর কবে নিয়োগ হবে? অনিশ্চয়তার আশঙ্কায় ফের পথে নামলেন ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণরা। বুধবার সকালে বালিগঞ্জ স্টেশনের সামনে জমায়েত করেন ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগর পরীক্ষায় বসা বহু কর্মপ্রার্থী। এরপর তাঁরা রওনা হন, দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের দিকে। তাঁদের অভিযোগ, পরীক্ষায় পাস করলেও ১৩ বছর ধরে তাঁদের নিয়োগ হয়নি।


শিক্ষক নিয়োগে একের পর দুর্নীতির অভিযোগে বাংলায় তোলপাড় চলছে। দুর্নীতির খোঁজে সিবিআই-ইডি তদন্ত করছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাঁর ঘনিষ্ঠরা গ্রেফতার হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। অন্যদিকে, মেধাতালিকা অনুযায়ী স্বচ্ছ নিয়োগের দাবিতে নিয়োগের দাবিতে। এসএসসি থেকে টেটের কর্মপ্রার্থীরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকারের তরফে সমস্যা সমাধানের আশ্বাসও মিলেছে। কিন্তু, নিয়োগ জট কাটবে হবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন এই আন্দোলনকারীদের কাছে।


প্রাথমিক শিক্ষা পর্ষদকে (WBBPE) ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষা পর্ষদের পরিচালন কমিটিতে আসা ১১ জনই নতুন মুখ। প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি করা হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পালকে। আর দায়িত্ব নিয়ে, পর্ষদ পরিচালনা থেকে নিয়োগ, স্বচ্ছতার কথা শুনিয়েছেন তিনি। এদিকে বর্তমানে নিয়োগের দাবিতে আন্দোলন চালাচ্ছেন ২০১৪ ও ২০১৭’র চাকরিপ্রার্থীরা। ২০১৪’এর টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দাবি, ২০২০ সালে নবান্নের ঘোষণা অনুযায়ী টেট উত্তীর্ণ ১৬ হাজার ৫০০ জনকে  ধাপে ধাপে নিয়োগ করার কথা বলা হয়। এখনও পর্যন্ত ১০ হাজার জন নিয়োগপত্র পেলেও, বাকিদের নিয়োগ হয়নি। অন্যদিকে ২০১৭ সালে ফের প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তার পরীক্ষা হয় ২০২১ সালে। ফল বেরোয় ২০২২-এর ১০ জানুয়ারি। চাকরিপ্রার্থীদের দাবি, পাস করেন ৯ হাজার ৮৯৬ জন। কিন্তু অভিযোগ, এখনও নিয়োগ হয়নি।


আরও পড়ুন: Anubrata Mondal: মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় আজ বিধাননগর আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে