মুম্বই: বাড়িতে গণেশবন্দনা, সোশ্যাল মিডিয়ায় পুজোর ছবি শেয়ার করে নিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ক্যাপশানে চোখ রাখতেই জানা গেল এই পুজোর উদ্যোক্তা আসতে কিং খান নিজে আর তাঁর একরত্তি ছেলে আব্রাম। গণেশ চতুর্থীর দিনে যখন পুজোয় মেতেছে গোটা দেশ, তখন মন্নতের গণেশ পুজো সাদামাটাই। ছবি পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ।


সাম্প্রদায়িক হিংসা, হানাহানির খবর যখন রোজ খবরের শিরোনামে, তখন শাহরুখের বাড়িতে এই ছোট্ট, সাজানো গণেশ সম্প্রতির বার্তা বই কি! ফ্রেমের দুইপাশে উঁকি দিচ্ছে আব্রাম আর শাহরুখের ছবি। তবে কমেন্ট বক্সে অজস্র শুভেচ্ছাবার্তা আর ভালোবাসার পাশাপাশি নেতিবাচক মন্তব্যও রইল। অনেকেই শাহরুখকে মনে করিয়ে দিলেন তিনি ইসলাম ধর্মাবলম্বী আর তাই, মূর্তি পুজো অনুচিত। এমনকি অনেকে লেখেন, 'তিনি প্রকৃত ইসলাম নন আর তাই যেন খান পদবি তিনি নামের পাশ থেকে সরিয়ে দেন।'


তবে.. তিনি শাহরুখ খান। এই সমস্ত মন্তব্যের উপরে রইল শাহরুখের ভালোবাসার বার্তাই।


সোশ্যাল মিডিয়ায় গণেশ মূর্তির ছবি শেয়ার করে নিয়েছেন শাহরুখ। লিখেছেন, 'বাড়ির সবচেয়ে ছোট সদস্য আর আমার হাত ধরে বাড়িতে গণপতি এলেন। পুজোর পরে মোদকগুলো কিন্তু বেশ লোভনীয় ছিল। আর আমরা শিখলাম, কাজ আর ভগবানের ওপর বিশ্বাস রাখলে আমরা আমাদের স্বপ্নগুলো নিয়ে বাঁচতে পারি।'


আরও পড়ুন: Top Entertainment News Today: হাসপাতালে কেআরকে, জ্যাকলিনকে তলব দিল্লি পাতিয়ালা কোর্টের, বিনোদনের সারাদিন


 



এর আগে ১৫ অগাস্ট সোশ্যাল মিডিয়ায় পতাকা উত্তোলনের ছবি শেয়ার করে নিয়েছিলেন শাহরুখ। ছোট্ট আব্রামের (Abram Khan) হাতের টানে হয়েছিল পতাকা উত্তোলন, ছিলেন গৌরী খান (Gouri Khan), আরিয়ান খান (Aryan Khan) আর.. শাহরুখ খান (Shah Rukh Khan)।