কলকাতা:  আজ শহরে মেগা ইভেন্ট। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্নামঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মমতার পাল্টা সভা বিরোধীদের। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে রেড রোডে মমতার ধর্নায় দিনই রাজ্যের বিরুদ্ধে পাল্টা কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে অবস্থানে বসছে বঙ্গ বিজেপি। এহেন পরিস্থিতিতে এদিন ভাতের থালা হাতে নিয়ে অভিষেকের সভাস্থলের দিকে এগোলেন যোগ্য চাকরি প্রার্থীরা। 


মমতার ধর্নামঞ্চ, অভিষেকের সভাস্থল আর সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান, এদিন এই তিন কর্মসূচির মধ্যেই ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে প্রাথমিক চাকরিপ্রার্থীদের আন্দোলন। প্রসঙ্গত, এদিন অভিনব প্রতিবাদের কর্মসূচি পথে সংগ্রামী যৌথ মঞ্চও।  শহিদ মিনার চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই অভিনব অনশন কর্মসূচি শুরু করেছে সংগ্রামী যৌথ মঞ্চ।


ডার্ক চকোলেট, ফলের রস খেয়ে অনশনে সামিল হলেন DA-আন্দোলনকারীরা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বিচিত্র গণ অনশন। DA-মঞ্চের পাশেই মুখ্যমন্ত্রীর মুখ। সেখানে লেখা, অনুপ্রেরণার অনশন। এদিন পুলিশের তরফে DA-আন্দোলনকারীদের কাছে মাইক বন্ধ রাখার আবেদন জানানো হয়।আদালত মাইক বন্ধের নির্দেশ দেয়নি বলে পুলিশকে সাফ জানিয়ে দেন আন্দোলনকারীরা। 


প্রসঙ্গত, বুধবার কলকাতার প্রাণকেন্দ্রজুড়ে একের পর এক হাইভোল্টেজ কর্মসূচি। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনার চত্বরে সরকারি কর্মীদের আন্দোলন পা দেবে ৬২ দিনে। আর সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশ। যেখানে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে এখন থেকেই ফুটছে বঙ্গ রাজনীতি।


অপরদিকে, ধর্না শুরুর আগের দিন  সিঙ্গুর থেকে একাধিক ইস্যুতে সুর চড়ান মুখ্যমন্ত্রী। গ্যাসের দামবৃদ্ধি থেকে একাধিক প্রকল্পের টাকা আটকে রাখা, এমনকি সিবিআই-ইডির অতি সক্রিয়তা নিয়েও এদিন নিশানা করেন তৃণমূল নেত্রী। পাল্টা সুর চড়ায় বিজেপিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ' কিছু বললেই ইডি-সিবিআইকে পাঠিয়ে দাও। মহিলাদের পর্যন্ত টেনে টেনে নিয়ে যাও। সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞতা জানায় যে বলেছে বাড়ির মহিলাদের এখানে ওখানে ডাকা যাবে না। ' 


আরও পড়ুন, 'কেন আর জায়গা নেই কলকাতায় ?' মমতা-অভিষেকের সভা ঘিরে বিস্ফোরক দিলীপ


১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পড়ুয়াদের স্কলারশিপ-সহ একাধিক প্রকল্পের হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে অভিযোগ করে আসছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেও, কোনও সুরাহা হয়নি। মঙ্গলবার GST ইস্যুতেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ধর্নায় বসার আগে, তুঙ্গে উঠেছে  রাজনৈতিক চাপানউতোর।