কলকাতা: টেট (TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলন, বকেয়া DA-র দাবিতে সরকারি কর্মচারীদের বিধানসভা অভিযানের পর, এবার দুর্নীতির অভিযোগে পথে নামলেন নার্সিং চাকরিপ্রার্থীরা। আন্দোলন ঘিরে ধুন্ধুমার বাধল মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে। ২১ নভেম্বর, নবান্নর বৈঠকে রাজ্যের ১০ হাজার শূন্যপদে, দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
দুর্নীতির অভিযোগে পথে নামলেন নার্সিং চাকরিপ্রার্থীরা: মঙ্গলবার, চাকরির দাবিতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বাড়ির কাছে বিক্ষোভ দেখান নার্সিংয়ের চাকরিপ্রার্থীরা। হাজরা রোডে বসে পড়েন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, সরকারি হাসপাতালে ৬ হাজার শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল। ২০২১-এর এপ্রিলে ইন্টারভিউ হয়। ওই বছরই মে মাসে প্যানেল প্রকাশ হয়। জুলাইয়ে প্যানেল বাতিল করে, সংশোধিত প্যানেল প্রকাশ করা হয়। ৬ হাজার শূন্যপদ থাকলেও, প্যানেলে নাম থাকে সাড়ে ৩ হাজার।ফলে সেই প্যানেলেও প্রচুর অস্বচ্ছতা ছিল বলে অভিযোগ। কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যভবন থেকে এলিজিবল লিস্ট বা যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু, পরবর্তীকালে জানানো হয় ওই তালিকার মেয়াদ ফুরিয়ে গেছে।
প্রায় ২০ মিনিট বিক্ষোভ-প্রতিবাদ চলার পর, পুলিশ এসে আন্দোলনকারীদের সরে যেতে বলেন। কিন্তু, চাকরিপ্রার্থীরা অনড় থাকায় তাঁদের জোর করে তুলে দেওয়া হয়। কার্যত টেনেহিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। প্রায় ৪০ জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বারবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ হচ্ছে, ওঁকেই বুঝতে হবে রাজ্যের এখন বড় সমস্যা চাকরি, বিজেপি ক্ষমতায় এলেই চাকরি হবে।’’
সম্প্রতি রাষ্ট্রপতি সম্পর্কে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কারামন্ত্রী অখিল গিরি। এবার তাঁর ভাইঝির বিরুদ্ধে অবৈধভাবে নার্সের চাকরি পাওয়ার অভিযোগ তুললেন আন্দোলনকারীরা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “পশ্চিমবঙ্গে দুর্নীতির রমরমা। দেখার কেউ থাকছে না শাসকদলের, প্রশাসনের। আজ যাদের বিক্ষোভ দেখিয়েছেন, পুলিশ তাঁদের পিটিয়ে দিল। অখিল গিরির ভাইঝি সম্ভবত হিসেবের বাইরে ঢুকে পড়েছেন। বেআইনিভাবে নিয়োগ হবে, এমনকী নার্সিংয়েও’’যদিও মন্ত্রীর অখিল গিরির সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন ধরেননি।
আরও পড়ুন: Dev On Politics: রাজনীতি কেমন হওয়া উচিত? কী বার্তা দিলেন দেব?