কলকাতা: পাখির চোখ পঞ্চায়েত ভোট। মঙ্গলবার থেকে টানা ২ মাস জনসংযোগ যাত্রা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কাল কোচবিহারে যাচ্ছেন তিনি। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকেই গ্রামবাংলা সফর শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


জনসংযোগ যাত্রা শুরু করছেন অভিষেক: পঞ্চায়েত নির্বাচনে গ্রাম বাংলার ভোটকে টার্গেট করেই মেগা কর্মসূচি ঘোষণা করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মঙ্গলবার থেকে কোচবিহারের দিনহাটা থেকে শুরু হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের টানা ২ মাসের জনসংযোগ যাত্রা। জোরকদমে চলছে তারই প্রস্তুতি। দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জে রাত্রিবাসের জন্য তৈরি হয়েছে তাঁবু। সেখানে বৈঠক করার পাশাপাশি রয়েছে একসঙ্গে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থাও। এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বাংলার মানুষকে চেনে না, প্যারাস্যুটে করে নেমেছেন। বাংলার মাটি কখনও দেখেননি।এখন কোটি কোটি টাকা খরচ করে বাস ভাড়া হয়েছে।পাঁচ তারা তাবুর বন্দ্যোবস্ত করা হচ্ছে।’’


কিন্তু জনসংযোগ যাত্রা শুরু করতে কোচবিহারকেই কেন বেছে নিলেন অভিষেক? কোচবিহারে ১২৮টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে ১২৬টিতেই জয়ী হয় তৃণমূল। ১টি করে গ্রাম পঞ্চায়েতে জয়ী বাম ও বিজেপি। ১২টি পঞ্চায়েত সমিতির একটিতেও জিততে পারেনি বিরোধীরা। শুধু তাই নয়, পঞ্চায়েতের তিনটি স্তরে ৩৬ শতাংশ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় শাসকদল। এমনকি ভোটের দিনও সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু এক বছর পরের লোকসভা নির্বাচনেই উল্টে যায় ফলাফল। কোচবিহার লোকসভা আসন হাতছাড়া হয় তৃণমূলের।


২০২১-এর হাইভোল্টেজ বিধানসভা ভোটে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে তৃণমূল ভাল ফল করলেও, কোচবিহারে সিংহভাগ আসনে হারের মুখ দেখতে হয় শাসকদলকে। আলিপুরদুয়ারে একটিও আসনে জিততে পারেনি তৃণমূল!এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গে বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি কোচবিহার থেকেই জনসংযোগ যাত্রা শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কোচবিহার হয়ে আলিপুরদুয়ার ছুঁয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি।

সোমবার কোচবিহারে পৌঁছবেন অভিষেক। বিকেলে মদনমোহন ঠাকুরবাড়িতে পুজো দেবেন তিনি। ওই দিন দিনহাটায় কর্মীদের সঙ্গে তাঁবুতে রাত কাটাবেন। পরদিন সেখান থেকে দিদির দূত লেখা খোলা ছাদের বাসে জনসংযোগ যাত্রা শুরু করে পৌঁছবেন মাথাভাঙায়। রোড শোর মাঝে সাহেবগঞ্জ, গোসানিমারি ও শীতলকুচি, এই তিন জায়গায় রোড শো ও সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরপর মাথাভাঙা কলেজ ময়দানে কর্মীদের সঙ্গে তাঁবুতে রাত কাটাবেন। ২৬ এপ্রিল মাথাভাঙা থেকে রোড শো শুরু করে তুফানগঞ্জে পৌঁছবেন তিনি। যাত্রা পথে চিলকির হাট, কাকড়িবাড়ি ও চিলাখানায় সভা করবেন অভিষেক। তুফানগঞ্জে দলীয় কর্মীদের সঙ্গে তাঁবুতে রাত কাটাবেন অভিষেক।২৭ এপ্রিল সকালে রোড শো করে রওনা দেবেন বিজেপির আরেক শক্ত ঘাঁটি আলিপুরদুয়ার জেলার উদ্দেশে।


আরও পড়ুন: North Bengal Medical College: উদ্ধার সদ্যোজাত, হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার কিনারা করল পুলিশ