বাচ্চু দাস, দার্জিলিং: ২ দিনের মাথায়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল (North Bengal Medical College) থেকে শিশু চুরির ঘটনার কিনারা করল পুলিশ। গতকাল রাতে উত্তর দিনাজপুরের চোপড়ার বলরামপুর থেকে উদ্ধার করা হয়েছে সদ্যোজাতকে। গ্রেফতার অভিযুক্ত মা-মেয়ে ও আটক ২জন। পুলিশের অনুমান, নিঃসন্তান মেয়ের জন্যই শিশু চুরি করেছিলেন অভিযুক্ত মহিলা।


শিশু চুরির ঘটনার কিনারা: শেষমেশ মায়ের কোলে ফিরল শিশু। হাসি ফুটল মায়ের।স্বস্তির নিঃশ্বাস ফেললেন সবাই।২ দিনের মাথায়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হল অভিযুক্ত ২ মা-মেয়েকে। আটক দুই। পুলিশ সূত্রে খবর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিসি ক্যামেরার ফুটেজে পাশাপাশি, আশা কর্মীদের কাছে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন এক মহিলার স্কেচ আঁকানো হয়। তারপর শুরু হয় তল্লাশি। শনিবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়ায় হানা দেয় শিলিগুড়ি কমিশনারেটের বিশেষ দল। সেখান থেকে শিশুকে উদ্ধার করে ফের ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। পরে তুলে দেওয়া হয় মায়ের হাতে।

মঙ্গলবার রাতে খড়িবাড়ি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন, খ়ড়িবাড়িরই বাসিন্দা, এক গৃহবধূ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রসূতিকে আনা হয় উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ হাসাপাতালে। অভিযোগ, বৃহস্পতিবার তিনি শৌচাগারে গেলে তাঁর সন্তানকে চুরি করেন এক মহিলা। আউটপোস্টের সিসিটিভিতে ধরা পড়া ছবির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত মূল অভিযুক্ত মহিলার নাম শিখা দাস। তিনিই শিশুটিকে চুরি করে টোটোয় করে যান বাসস্ট্যান্ডে। সেখানে ছিলেন তাঁর মেয়ে মঞ্জু। মা-মেয়ে মিলে শিশুকে বাড়িতে নিয়ে যান। সেখান থেকেই উদ্ধার করা শিশুকে। পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় মা-মেয়েকে গ্রেফতারের পাশাপাশি, আটক করা হয়েছে আরও ২ জনকে। পুলিশের অনুমান, নিঃসন্তান মঞ্জুর জন্যই শিশু চুরি করেছিলেন মা। ধৃত ও আটদের সঙ্গে আর শিশু চুরি চক্রের কোনও যোগাযোগ ছিল কিনা তা জানার চেষ্টা হচ্ছে।


এদিকে চা খেতে গিয়ে বচসা, দোকানদারকে ছুরি মেরে খুন করার অভিযোগ। অভিযুক্ত যুবককে মারধর স্থানীয়দের। তুলে দেওয়া হল পুলিশের হাতে। পূর্ব মেদিনীপুরের তমলুকের খারুই এলাকার ঘটনা। চায়ের দোকানের মালিককে বুকে ছুরি মেরে খুনের অভিযোগ। 'দোকান বন্ধের সময় চা খেতে আসে যুবক, রাজি না হওয়ায় হামলা', অভিযোগ মৃতের স্ত্রীর। অভিযোগ অস্বীকার অভিযুক্তের। 

আরও পড়ুন: Hooghly: চন্দন যাত্রার হাত ধরে মাহেশে রথযাত্রার সূচনা, সকাল থেকে উপচে পড়া ভিড় মন্দিরে