পুজোর জাঁকজমকে দ্বিতীয়বারের জন্য ফের এল জনপ্রিয় JSW বিশ্বধারিণী পুরস্কার। এই সম্মানের দ্বিতীয় সিজ়ন এবার আরও বেশি সমৃদ্ধ। বিজয়ীর সংখ্যা এবার আরও বেশি। বেশি থাকবে অংশগ্রহণকারী পুজো সংস্থার সংখ্যাও। এই বছর, পুরস্কৃত করা হবে মোট ২০টি পুজোকে। গতবারের থেকে যা ১০টি বেশি। আর অংশগ্রহণকারী পুজোর সংখ্যা বেড়ে হয়েছে ১০০ থেকে ১৫০। যা এই অনন্য উদ্যোগের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ আর অংশগ্রহণের প্রতিফলন।


JSW বিশ্বধারিণী পুরস্কার, পাওয়ার্ড বাই JSW পেন্টস, সহযোগিতায় এবিপি আনন্দ। JSW বিশ্বধারিণী পুরস্কার পরিবেশ-বান্ধব ও সচেতন দুর্গাপূজা উদযাপনের এক নিদর্শন। ব্যতিক্রমী সৃজনশীলতা, শৈল্পিক উৎকর্ষতা ও স্থায়িত্বের প্রতিশ্রুতিরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ যারা, সেসব পুজো উদ্যোক্তাদের পুরস্কৃত করবে JSW বিশ্বধারিণী । এই পুজোগুলিকে স্বীকৃতি দিয়ে এবং পুরস্কৃত করার মাধ্যমে, অন্যদের আরও পরিবেশ বান্ধব অভ্যাস গ্রহণ করতে এবং এক সবুজ ভবিষ্যতের জন্য অবদান রাখতে অনুপ্রাণিত করাই লক্ষ্য।


ক্রমশ বাড়ছে JSW বিশ্বধারিণী পুরস্কারের জনপ্রিয়তা ও প্রভাব। বিজয়ী ও অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া তারই প্রমাণ। দুর্গাপুজো উদযাপনের প্রেক্ষাপটে সচেতনতা বৃদ্ধি ও স্থায়িত্বের অভ্যাসের গুরুত্বকে এই পুরস্কার মানুষের কাছে তুলে ধরছে। পুরস্কারের দ্বিতীয় সিজ়নের আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে, উদ্ভাবনী ও অনুপ্রেরণামূলক পূজাগুলির কাছে প্রত্যাশা অনেক বেশি। এবং এগুলি প্রদর্শিত ও উদযাপিতও হবে।