কলকাতা: ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ও হস্টেলের ডিন অফ স্টুডেন্টসকে যাদবপুর থানায় (Jadavpur Police Station) তলব। র্যাগিং বিতর্কের মাঝেই বিস্ফোরক দাবি ডিন অফ স্টুডেন্টস-এর।
অকালে চলে গেল ছেলেটা। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। শোকে বিহ্বল বাবা মা। যাদবপুরে পড়ুয়ার রহস্যমৃত্যুর জন্য কি দায়ী র্যাগিং? এই পড়ুয়া মৃত্যুর দায় কি এড়াতে পারে কর্তৃপক্ষ? সাজা হবে কি রহস্যমৃত্যুকাণ্ডে দোষীদের? বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়ার মৃত্যুতে উঠছে এমনই নানা প্রশ্ন। বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ও হস্টেলের ডিন অফ স্টুডেন্টসকে যাদবপুর থানায় (Jadavpur Police Station) তলব করা হয়।
রহস্যমৃত্যুর ঘটনায় বিস্ফোরক ডিন অফ স্টুডেন্টস: ডিন অফ স্টুডেন্টস বলেন, "একবারই একজন পড়ুয়া আমাকে ফোন করেছিল। একজন ছাত্রের সমস্যা হচ্ছে, তার পলিটিসাইজিং হচ্ছে', ফোনে জানিয়েছিল এক পড়ুয়া। গুছিয়ে বলতে গিয়ে বলেছিল, ক্যাম্পাস থেকে তাকে বলা হচ্ছে হস্টেলে থাকিস না, হস্টেলে থাকলে ঝাঁপ মারতে হবে', ফোনে জানিয়েছিল ছাত্র। রাত দশটার সময় ফোন করেছিল ছাত্র, সুপারকে ঘটনা জানাতে বলেছিলাম। রাত ১০টা ৮ মিনিটে সুপারকে ফোন করে জানাই।''
পরিবার সূত্রে খবর, বুধবার রাত ৯টা পর্যন্ত বাবা-মাকে বার বার ফোন করেন স্বপ্নদীপ। জানিয়েছিলেন, তিনি ভাল নেই। খুব ভয় করছে। রাত সাড়ে ৯টার পর থেকে আর ফোনে পাওয়া যায়নি ওই পড়ুয়াকে। তারপর জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন স্বপ্নদীপ। বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয় কেপিসি হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওপর থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে পড়ুয়ার। বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের ১০-১৫ জন আবাসিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রেকর্ড করা হয় বয়ান। পুলিশ সূত্রে খবর, এদিন সকালেও ১০ জন আবাসিককে ডেকে পাঠানো হয় যাদবপুর থানায়। তবে ওই পড়ুয়ারা তদন্তে সহযোগিতা করছেন না।
আরও পড়ুন: North 24 Parganas Weather: মেঘ-রোদ্দুরের লুকোচুরি খেলা, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় উত্তর ২৪ পরগনায়