কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রমৃত্যু ঘিরে তোলপাড় গোটা রাজ্য। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা থেকে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে আসছে হাজারো (Jadavpur University)। সেই আবহে এবার সক্রিয় হল রাজ্যের উচ্চশিক্ষা দফতরও। চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হল রাজ্য উচ্চশিক্ষা দফতরের তরফে। আগামী দুই সপ্তাহের মধ্যে চাওয়া হল রিপোর্ট। (Jadavpur News) বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের তরফে গাফিলতি ছিল বলেও উল্লেখ করা হয়েছে।
কমিটি গড়তে এক সপ্তাহ সময় লাগল কেন, প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই
ছাত্রমৃত্যুর পর ফ্যাক্ট ফাইন্ডিং টিম গড়তে এক সপ্তাহ সময় লাগল কেন, সেই নিয়ে অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার চার দিন পর ক্যাম্পাসে এসেছিলেন রেজিস্ট্রার। পাঁচ দিন পর র্যাগিং রুখতে নতুন সার্কুলার জারি করে রাজ্য সরকার। তার পর ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠিত হল সাত দিন পর। (JU Student Death)
রাজ্য উচ্চশিক্ষা দফতরের তরফে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গড়া হয়েছে, তাতে রয়েছেন রাজ্য উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারপার্সন কৌশিকী দাশগুপ্ত, উচ্চশিক্ষা দফতরের স্পেশাল কমিশনার চন্দানি টুডু, ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন জয়শ্রী রায় চৌধুরী এবং রাজ্য উচ্চশিক্ষা সংসদের মেম্বার-সেক্রেটারি শিবাজি ঘোষ।
আরও পড়ুন: JU Student Death: যাদবপুরকাণ্ডে চাপ বাড়িয়ে এবার চিঠি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের
আগামী দুই সপ্তাহের মধ্যে উচ্চশিক্ষা দফতরের কাছে তদন্তের রিপোর্ট জমা দেবে এই কমিটি। উল্লেখযোগ্য ভাবে, এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গাফিলতির কথা। এমনকি, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোয় গলদের কথাও রয়েছে।
এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও কেন করা গেল না দ্রুত পদক্ষেপ, প্রশ্ন অনেকেরই
যদিও সেই নিয়েও প্রশ্নের মুখে পড়ছে রাজ্য। ছাত্রের মৃত্যুর পর মনে হল 'প্রশাসনিক গাফিলতি' রয়েছে? এতদিন রাজ্যের পাঁচতারা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক গাফিলতির কথা জানতেই পারেনি রাজ্যের উচ্চশিক্ষা দফতর? এমনকি, দু'দিন আগেও যখন রাজ্য সরকার র্যাগিং রুখতে নতুন করে সার্কুলার জারি করছে, সেই সময়ও নজরে আসেনি এই গাফিলতির কথা? প্রশাসনিক গাফিলতি রয়েছে জেনেও কেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টের অপেক্ষায় রয়েছে উচ্চশিক্ষা দফতর? এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও, কেন করা গেল না দ্রুত পদক্ষেপ, উঠছে এমন একাধিক প্রশ্ন।