কলকাতা : ডা. আসফাকুল্লা নাইয়া । আর জি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের অন্যতম প্রধান মুখ। শুরুর দিন থেকেই 'অভয়া দিদি'র বিচার চেয়ে সরব হয়েছেন তিনি। ২১ অগাস্ট নবান্নর বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। থ্রেট কালচারের বিরোধিতায় বারবার বলতে শোনা গিয়েছে তাঁকে। এবার সেই চিকিৎসক আসফাকুল্লার বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন সদ্য গজিয়ে ওঠা জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশনের প্রধান মুখ। 


ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক দাবি করেন, এমবিবিএস পড়ার সময় আসফাকুল্লা নাইয়ার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন। এর উত্তরও দিয়েছেন তিনি। বলেন, 'কোনওদিনই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছিলাম না। কখনও আমার সৌভাগ্য হয়নি, কিংবা দুর্ভাগ্য হয়নি ওনার সঙ্গে ছবি তোলার'। 


ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট-এর পাল্টা সংগঠন হিসাবে শনিবার আত্মপ্রকাশ করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের। শনিবার সাংবাদিক সম্মেলনে মুখ্য ভূমিকায় ছিলেন, সংগঠনের আহ্বায়ক শ্রীশ চক্রবর্তী। তাঁর মুখেই শোনা যায় এই অভিযোগ। সঙ্গে সঙ্গে আসফাকুল্লা জবাব দেন। বলেন, জেনারেল সেক্রেটারি তো দূরের কথা, কোনওদিন কোনও পলিটিক্যাল ইউনিটের সদস্যই তিনি ছিলেন না। 


আসফাকুল্লা আবারও সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এবার তিনি বলেন, ' কারও কথা শুনে... এ আন্দোলন কে ছোটো করে নিজেদের কে ছোটো করবো না আমরা' ।  তিনি আরও লেখেন, ' ৯ ই আগস্ট ঘটে যাওয়া নারকীয় ঘটনার ব্যথা,আঘাত,যন্ত্রণা আমাদের হৃদয় নাড়িয়ে দিয়েছিল যার প্রতিবাদ করতে আমাদের এই আন্দোলন । গভীর রাত্রে ... 'বোন টা কতটা কষ্ট পেয়েছে' এটা ভাবলে যে যে বিবেক কে নাড়িয়ে দেয় সেই সেই বিবেক নিয়ে এই আন্দোলন । বাড়িতে ফিরে মা,বোন,মেয়েকে কী উত্তর দেবেন সেই প্রশ্নে এই আন্দোলন । Next জেনারেশন কে কী বলবেন তার খোঁজে এই আন্দোলন '  


পাশাপাশি, এদিন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ৭ দফা দাবি প্রকাশ করেছে জুনিয়র ডক্টর্স  অ্যাসোসিয়েশন। সেখানে দ্রুত বিচার করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া, সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, স্বচ্ছ টেন্ডার ব্যবস্থা, সুষ্ঠু রেফারেল ব্যবস্থার দাবি করা হয়েছে। অ্যাসোসিয়েশনের দাবি, নিহত চিকিৎসকের নামে বিভিন্ন অ্যাকাউন্টে যে টাকা তোলা হয়েছে, সেই টাকার উৎস খুঁজে দেখুক রাজ্য প্রশাসন বা কেন্দ্রীয় সংস্থা। আন্দোলনের নামে, কোনও পরিস্থিতিতে রোগী পরিষেবা বন্ধ করা যাবে না। পাশাপাশি, সর্বস্তরের মানুষকে নিয়ে গণকনভেনশনেরও ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন। স্থান-তারিখ ও সময় পরে জানানো হবে। 


আরও পড়ুন :


'বহুদিন ধরে চিনি...ও...' শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মহিলা সাংবাদিক প্রসঙ্গে কী বললেন তন্ময়?