কলকাতা: আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা, মুখ্যমন্ত্রীকে ই-মেল বিশিষ্টজনেদের। অপর্ণা সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় সহ একাধিক বিশিষ্টজন ই-মেল করেছেন। মুখ্যমন্ত্রী সহ মেল করা হয়েছে মুখ্যসচিবকেও। 


আবেদন বিশিষ্টজনদের: ধর্মতলায় আটদিন ধরে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। এই আবহে এবার মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবককে ই-মেল করে বিশিষ্টজনরা উল্লেখ করেছেন, 'সরকার ও আন্দোলনকারীদের বৈঠকের ফলাফল এক জটিল ও অনভিপ্রেত অচলাবস্থা সৃষ্টি করেছ। অনশনকারীদের স্বাস্থ্যের অবনতিতে নাগরিক সমাজ গভীর দুশ্চিন্তায় রয়েছে। নিরাপত্তাহীনতা আন্দোলনকারীদের অনশনের পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ' ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টকে চিঠি বিশিষ্টজনরা জানিয়েছেন, 'নিরাপত্তা ও সুরক্ষা সকলের কাছেই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকুন, দীর্ঘ লড়াইয়ের স্বার্থে একান্ত প্রয়োজন। নাগরিক সমাজের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করতে চাই, সুস্থ আলোচনার মাধ্যমে আপনাদের ন্যায্য দাবির সমাধান ও বাস্তবায়ন। এই প্রক্রিয়ায় আমরা যথাসাধ্য সক্রিয় থাকব। অনশনরত চিকিৎসকদের কাছে অনুরোধ নাগরিক সমাজের সক্রিয়তায় আস্থা রেখে অনশন প্রত্যাহার করুন।' মুখ্যসচিবকে ই-মেল করে বিশিষ্টজনদের আবেদন, 'প্রশাসনের কাছে পুনরায় দাবি জানাচ্ছি, অনশনরত চিকিৎসকদের মর্যাদা দিয়ে তাঁদের বক্তব্য শুনুন। তাঁদের দাবিপূরণের জন্য সততার সঙ্গে সচেষ্ট হন। পাশাপাশি তাঁরা উল্লেখ করেছেন সমস্যা সমাধানে সেতু বন্ধনের কাজ করতেও প্রস্তুত করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, "প্রশাসন ও আন্দোলনরত চিকিৎসক সমাজকে জানাতে চাই সমস্যা নিরসনে দু পক্ষের মধ্যে নতুন সংলাপের সেতু গড়ে তুলতে...নাগরিক সমাজের কোনও ভূমিকা থাকতে পারে কি না জানান, আমরা গুরুত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই বিষয়ে উদ্যোগ নিতে পারি।''              


অনশনে জুনিয়র ডাক্তাররা: ধর্মতলার ধর্নামঞ্চে অনশনের আজ অষ্টম দিন। অনিকেত মাহাতো ও  অনুষ্টুপ মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ায় অনশন মঞ্চে আছেন SSKM হাসপাতালের অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা মেডিক্যালের স্নিগ্ধা হাজরা, তনয়া পাঁজা, NRS মেডিক্যাল কলেজের পুলস্ত্য আচার্য, ন্য়াশনাল মেডিক্য়াল কলেজের আলোলিকা ঘোড়ুই, শিশু মঙ্গল হাসপাতালের পরিচয় পণ্ডা ও KPC মেডিক্যাল কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Bijoya Dashami: উমা বিদায়ে শূন্যে গুলি ছুড়ে নিরঞ্জন প্রক্রিয়া এবার স্থগিত! বৈকন্ঠপুর রাজবাড়িতে এবার 'ব্যতিক্রমী' বিজয়া