কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme court) নির্দেশ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal Chief Minister Mamata Banerjee) বার্তার পরেও নিজেদের সিদ্ধান্ত অনড় থাকলেন জুনিয়র চিকিৎসকরা (Junior doctors strike)। সোমবার রাতে নিজেদের মধ্যে বৈঠক করার পর আন্দোলনরত চিকিৎসকরা পরিষ্কার জানিয় দিলেন, তাঁদের কর্মবিরতি। পাশাপাশি মঙ্গলবার RG কর কাণ্ডে (RG Kar doctor death case) সুবিচার দাবিতে দুপুর ১টার সময় সল্টলেকের করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে। এমনকী তাঁদের দাবি পূরণ না হলে স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থান করার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।


আরও পড়ুন: Jawhar Sircar Resignation:"মানুষের চেপে রাখা ক্ষোভ বেরিয়ে এসেছে", ইস্তফার পর প্রথমবার এবিপি আনন্দে আর কী বললেন জহর সরকার


সোমবার রাতে জুনিয়র চিকিৎসদের তরফে জানানো হয়, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে যেভাবে ধামাচাপা দেওয়া চেষ্টা হয়েছে তার জন্য কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতেই হবে। প্রতিটি জায়গায় স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যেভাবে ভয় দেখানোর রাজনীতি রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে চলে তাও বন্ধ করতে হবে। আরজি করের ঘটনার জন্য স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও নিজেদের পদ থেকে ইস্তফা দিতে হবে।


আরও পড়ুন: RG Kar News: 'যে সমাজ শোধনের উৎসব চলছে তাতে মেতে ওঠা উচিত', এবিপি আনন্দে বললেন 'ভাইরাল' প্রধান শিক্ষিকা


মঙ্গলবার এই সমস্ত দাবি নিয়ে ফের একবার স্বাস্থ্য ভবন অভিযান করবেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের একজন প্রতিনিধি সাংবাদিক বৈঠক করে জানান, এত কিছুর পরে আরজি করের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা বন্ধ হচ্ছে। তার বড় প্রমাণ হল, বিরূপাক্ষকে সাসপেন্ড করা হলেও কেন তাঁকে সাসপেন্ড করা হল সেই সম্পর্কে কোনও কথাই জানায়নি স্বাস্থ দফতর।


প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার আরজি কর মামলার শুনানি শেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, ১০ সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফিরতে হবে জুনিয়র চিকিৎসকদের। না হলে রাজ্য সরকার যে ব্যবস্থা নেবে তাতে পূর্ণ সমর্থন থাকবে আদালতের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: RG Kar News: 'মানুষ হিসেবে জন্ম নিয়ে গর্ববোধ করব না ঘৃণা বুঝতে পারছি না', সোশ্যাল মিডিয়ায় পোস্ট অঙ্কুশ হাজরার