কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar News) প্রতিবাদে উত্তাল গোটা দেশ। তোলপাড় রাজ্য রাজনীতি। মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। শুধু তাই নয়, প্রতিবাদে তাঁদের কাঁধে কাঁধ মিলিয়ে রোজ রাস্তায় নামছেন সমাজের সমস্ত স্তরের মানুষ। সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়েছেন, গলার সুর চড়িয়েছেন তারকারাও। কিন্তু বিচার (Justice For RG Kar)? কবে মিলবে? আজ 'ঘৃণা বোধ' জন্মেছে কি অঙ্কুশ হাজরার (Ankush Hazra) মনেও? সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন তিনি? 


'আর ভাল লাগছে না...', সোশ্যাল মিডিয়ায় বললেন অঙ্কুশ


আজ ৯ সেপ্টেম্বর। গত ৯ অগাস্ট যে নৃশংস ঘটনা ঘটেছে তার ১ মাস পার। আজই এই মামলায় সুপ্রিম কোর্টের শুনানি ছিল। এখনও বিচার মেলেনি আরজি কর কাণ্ডের। এই আবহেই অঙ্কুশ হাজরা একটি পোস্ট করে লেখেন, 'আর ভালো লাগছে না। মানুষ হিসেবে জন্ম নিয়ে গর্ব বোধ করব না ঘৃণা বোধ বুঝতে পারছি না। মেয়েটির মা বাবা বলেছেন ওঁরা একটি মেয়ে হারিয়েছেন কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে পেয়েছেন। এই ভাবনাটি যেন ভেঙে চুরমার না হয়ে যায়।'




অভিনেতার পোস্টে কমেন্টবক্স ভরে ওঠে নিমেষে। কেউ লিখলেন, 'না বন্ধ হতে দেওয়া যাবে না। এই আন্দোলন বন্ধ হয়ে গেলে আমরা হেরে যাব যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কাছে।' আবার একজন লেখেন, 'আমরা শেষ পর্যন্ত লড়ব, এটাই আমাদের অঙ্গীকার।' কেউ লিখলেন, 'ঠিক বলেছ দাদা। কিছুই হচ্ছে না। আর কবে সুবিচার পাব।'


আরও পড়ুন: RG Kar Doctor Death Case: সুপ্রিম নির্দেশে হতাশ IMA বেঙ্গল, আন্দোলনরত চিকিৎসকদের পাশে থাকার বার্তা


অন্য়দিকে কর্মবিরতিতে থাকা জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। আগামীকাল বিকেল ৫টার মধ্যে কাজে ফিরলে, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। যদি এরপরেও তাঁরা কাজে যোগ না দেন, তাহলে তাঁদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 'অন্যরা কাজ করছে বলে আমি কাজ করব না', এটা যুক্তি হতে পারে না। 'এরপরও তাঁরা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিলে আটকাতে পারব না' মন্তব্য করেন প্রধান বিচারপতি। একইসঙ্গে রাজ্য সরকারকে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।