সৌভিক মজুমদার, কলকাতা : ঘড়ির কাঁটা তখন সবে দেড়টা ছোঁবে ছোঁবে করছে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বার অ্যাসোসিয়েশনের ঘরে হঠাৎ হাজির হলেন তিনি। বিচারপতিকে সেখানে দেখে আইনজীবীরা বিস্মিত হওয়ার আগে আরও চমক ছিল বাকি। খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) রাগ-অভিমানের পালা ভুলে ডাক দিলেন কাজে যোগ দেওয়ার। যার কিছুটা পরই সম্মিলীতভাবে বার অ্যাসোসসিয়েশন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস প্রত্যাহার করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল।
বার অ্যাসোসিয়েশনের ঘরে পৌঁছে সমস্ত আইনজীবীদের উদ্দেশে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে ওঠেন, 'রাগ অভিমান করে থাকবেন না, কাজে ফিরুন। কাজ করতে গেলে মাথা গরম হয়, ওটা নিয়েই চলতে হবে। নতুন বছর আসছে, পুরনো কথা ভুলে নতুন করে এগিয়ে যেতে হবে।' বিচারপতির থেকে সরাসরি যে বার্তা পাওয়ার পরেই কার্যত বরফ গলে যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছিলেন আইনজীবীরা, তা তাঁরা প্রত্যাহার করে নেন। বার অ্যাসোসিয়শনের ঘরেই বেশিরভাগ আইনজীবীই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে জানিয়ে দেন দুপুর ২ টোর ফের তাঁর এজলাসে যোগ দেবেন তাঁরা।
যে ঘটনাক্রম প্রসঙ্গে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা আইনজীবী বিশ্বব্রত বসুমল্লিক বলেন, 'টিফিন টাইমে দুপুর ১ টা ২০ নাগাদ উনি এসেছিল। উনি সবার সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করাতে ওই সময়েই বেশিরভাগ আইনজীবীকে একসঙ্গে পাওয়া যাবে বলেই ওরকম সময়েই আসতে বলেছিলাম। যাঁর সঙ্গে গোটা ঘটনা সেই প্রসেনজিৎ মুখোপাধ্যায়কেও ডেকেছিলাম, উনিও এসেছিলেন। উনি এসে মাইকে সবার উদ্দেশে বলেন, যা হয়েছে সেটা ভুলে গিয়ে নতুন শুরু করাই ভাল। নতুন বছরে নতুনভাবে শুরু করতে হবে। কারোর মনে রাগ-অভিমান-ক্ষোভ-বিক্ষোভ না রাখাই ভাল। জজসাহেব নিজে যখন এসে এভাবে বলছেন, তখন তো আর কোনও কথাই থাকে না। জেনারেল বডির সদস্যরা বেশিরভাগই ওখানে উপস্থিত ছিলাম, সকলেই সিদ্ধান্ত নিই আমরা যে ওনার এজলাসে ঢুকছিলাম না, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হবে।'
আরও পড়ুন- ডিসেম্বরের শেষে নিম্নচাপ, বড়দিনের আগে 'উধাও হবে' কনকনে শীত?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে