সঞ্চয়ন মিত্র, কলকাতা: পৌষের ডাকে সাড়া দিয়ে দুয়ারে হাজির শীত (Winter), কুয়াশার কম্বলে মোড়া ভোর, জবুথবু সকাল। বাধাহীন উত্তুরে হাওয়ার হাত ধরে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে রাজ্য জুড়ে। যদিও বড়দিনের আগেই শীতের কামড় কিছুটা হলেও কমতে শুরু করবে।                                                               


আগামী পাঁচ দিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে ।  হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এই প্রবণতা বজায় থাকবে আপাতত। প্রথম দু’দিনের পর থেকেই সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়াতে পারে। ফলে সপ্তাহান্তে শীতের আমেজ অনেকটাই কম মনে হবে। 


আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, এই বছর ২৫ ডিসেম্বর বড়দিনে শীতের পরশ থাকবে না বললেই চলে। ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে৷ পশ্চিমীঝঞ্ঝা আর নিম্নচাপ এই দুয়ের জেরে বাংলার শীত আপাতত গত কযেরকদিনের চেনা ছন্দে ধরা দেবে না। তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। ফলে টানা ১৫ দিন কিংবা একমাস জুড়ে ঠান্ডার দপট খুব একটা থাকবে না। 


গত কয়েকদিন ধরেই ঠান্ডার দাপট একটু একটু করে কমেছে ৷ শুক্রবারের পর থেকে পারদের গতি সম্ভবত ঊর্ধ্বগামী হবে । বড়দিনের সময় কলকাতা এবং তার আশপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে ৷ ঠান্ডা থাকলেও তার তীব্রতা কিছুটা কম হবে। একইভাবে বছরের শেষ দিনেও ঠান্ডার দাপট কম থাকতে পারে ।                                                                 


আরও পড়ুন, 'রাহুল গাঁধী ভিডিও না করলে জানতেনই না', কল্যাণ-বিতর্কে মন্তব্য মমতার


আজ কলকাতা সহ পার্শ্ববতী জেলায় তাপমাত্রাও বেড়েছে অনেকটা। ১৩ এর ঘর থেকে ১৫ ডিগ্রির ঘরে পৌঁছল পারদ। যদিও পারদ-পতনে কালিম্পঙকে পিছনে ফেলে দিয়েছে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া। ঠান্ডায় উত্তরের কোচবিহার, জলপাইগুড়ির সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণের বর্ধমান, হাওড়া, পূর্ব মেদিনীপুর জেলা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে