সৌভিক মজুমদার, কলকাতা: মাদ্রাসা সার্ভিস কমিশন ( Madrasah Service Commission) তুলে দেওয়ার হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay)। "নতুন করে অনিয়ম খুঁজে পেলে মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেব।'' মাদ্রাসা সার্ভিস কমিশনকে ৭০ হাজার টাকা জরিমানার নির্দেশ বিচারপতির। "২০১০ সালে মাদ্রাসা শিক্ষক নিয়োগ আইনে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার থাকলেও। ২০১৩-১৪-এর নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা বঞ্চিত হন।'' এই অভিযোগের প্রেক্ষিতে মামলা, সেই মামলায় নির্দেশ বিচারপতির।
মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়ার হুঁশিয়ারি : এদিনের শুনানিতে বিচারপতি ৭০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। এই জরিমানার অর্থ ৭ জনকে ১০ হাজার টাকা করে দিতে হবে। ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে যাঁরা মামলা করেছেন তাঁদের অগ্রাধিকার দিতে হবে। যাঁরা বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত বা প্রশিক্ষণ প্রাপ্ত অগ্রাধিকার দেওয়ার জন্য আইন রয়েছে। কিন্তু ২০১৩-১৪ সালে যে নিয়োগ হয় সেখানে ২০১০ সালের আইন অর্থাৎ বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত বা প্রশিক্ষণ প্রাপ্ত অগ্রাধিকার দেওয়া হয়নি। মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে একাধিকবার এই ধরনের অভিযোগ এসেছে। এদিনের শুনানিতে বিচারপতি বলেন, এর আগে তাঁর এজলাসে এই সংক্রান্ত মামলা দুবার এসেছে। তৃতীয়বার এই রকম অভিযোগ হলে মাদ্রাসা সার্ভিস কমিশন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Abhishek Banerjee: "এত ভয় কীসের? ভাবছে ধমকাবে, চমকাবে, কাঁচকলা করবে'' চ্যালেঞ্জ অভিষেকের