সৌভিক মজুমদার, কলকাতা: গ্রুপ সি তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল। চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগামীকালের  মধ্যেই চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। আগামীকাল দুপুর ১২ টার মধ্যে সুপারিশপত্র বাতিল করবে কমিশন। আগামীকাল বিকাল ৩ টার মধ্যে নিয়োগপত্র বাতিল করবে মধ্যশিক্ষা পর্ষদ। ৭৮৫ জনের সুপারিশপত্র বাতিল করার নির্দেশ স্কুল সার্ভিস কমিশনকে।  বাকি ৫৭ জনকে কোন সুপারিশ পত্র দেয়নি কমিশনহলফনামা দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন।

নিয়োগে বেলাগাম দুর্নীতি, নবম-দশম, গ্রুপ ডির পরে এবার গ্রুপ সি-তেও চাকরিচ্যুত। স্কুলে গ্রুপ সি-তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কালকের মধ্যেই চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। আগামীকাল বেলা ১২ টার মধ্যে সুপারিশপত্র বাতিল করবে কমিশন। আগামীকাল বিকেল ৩টার মধ্যে নিয়োগপত্র বাতিল করবে মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল সার্ভিস কমিশনকে ৭৮৫ জনের সুপারিশপত্র বাতিল করার নির্দেশ।  বাকি ৫৭ জনকে কোনও সুপারিশ পত্র দেওয়া হয়নি, জানাল এসএসসি। ১০ দিনের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ হাইকোর্টের।  'র‍্যাঙ্ক জাম্প-সহ অন্য দুর্নীতির কারণে ওয়েটিং লিস্টে থাকলে, কাউন্সেলিংয়ে নয়'২৫ মার্চের মধ্যে কাউন্সেলিং শেষ করার নির্দেশ হাইকোর্টের। গ্রুপ সি-তে নিযুক্ত ৪১.৩৩ শতাংশের চাকরিই বাতিল করল হাইকোর্ট। ২০১৬ র নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি-তে চাকরি পান ২০৩৭ জন, চাকরি গেল  ৮৪২ জনের। 'চাকরিচ্যুতদের কেউ স্কুলে ঢুকতে পারবেন না, স্কুলের জিনিসে হাতও দিতে পারবেন না'। গ্রুপ সি-তে ৮৪২জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়ে জানিয়ে দিল হাইকোর্ট। চাকরিচ্যুতদের বেতন ফেরতের বিষয় নিয়ে পরে সিদ্ধান্ত, জানাল হাইকোর্ট।

নিয়োগে বেলাগাম দুর্নীতিগ্রুপ সি-তে ৮৪২ জনের চাকরি বাতিলগ্রুপ ডি-তে ১ হাজার ৯১১ জনের চাকরি বাতিলপ্রাথমিকে ২৫২জনের চাকরি বাতিলনবম-দশমে ৬১৮জনের চাকরি বাতিল

আগেও চাকরি বাতিল:এর আগেও ধাপে ধাপে একাধিকবার চাকরি বাতিল হয়েছে, এর আগে প্রথমে গ্রুপ ডি, তারপর নবম-দশমের শিক্ষক (Teachers Sacked)। প্রথম ধাপে ৬১৮ জন, তারপর আরও ১৫৭ জন 'অবৈধ' শিক্ষকের চাকরি গেল। স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) পক্ষ থেকে বিবৃতি জারি করে অবৈধ শিক্ষকদের তালিকা প্রকাশ করে তাঁদের চাকরি যাওয়ার তথ্য জানানো হয়েছে। এই তালিকায় বিভিন্ন বিষয় ভিত্তিক 'অবৈধ' শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের ভিত্তিতে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বলেই জানানো হয়েছে।  

আরও পড়ুন: গাড়ি কিনতে বনিকে ৪০ লক্ষ টাকা ! সন্দেহ হয়নি কুন্তলকে? এবিপি আনন্দে মুখ খুললেন অভিনেতার বাবা