বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : এবার দিল্লিতে ( New Delhi )  বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি 9 ED ) । অনুব্রতর ( Anubrata Mondal )  মুখোমুখি কন্যা সুকন্যাকে ( Sukanya Mondal ) বসাতে চায় ইডি । সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছে ইডি। 


সূত্রের খবর, সঙ্গে অনুব্রতর হিসাবরক্ষককে মুখোমুখি বসাতে চায় ইডি  বয়ান দিয়েছেন এমন ১২ জনকে দিল্লিতে ডেকে অনুব্রতর মুখোমুখি বসাতে চায় ইডি। বয়ানে থাকা অভিযোগ বারবার অস্বীকার করছেন অনুব্রত, তাই মুখোমুখি জিজ্ঞাসাবাদের পরিকল্পনা । একাধিক অভিযুক্ত বাংলাদেশে  পালিয়ে গিয়েছে, আদালতে সওয়াল ইডি-র আইনজীবীর। 

আরও পড়ুন :


ED র ম্যারাথন জেরা বনিকে, কোন বিষয়ে এক্কেবারে উল্টো কথা বলছেন বনি ও কুন্তল ?


২০২২ সালের নভেম্বরে গরু পাচার মামলায় দিল্লিতে ED’র দফতরে ৮ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে তাঁকে । সুকন্যা ‘সমৃদ্ধি’র উৎস কী? তা জানতে-বুঝতে দিল্লিতে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে ৮ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে ED। সূত্রের দাবি, বোলপুরের ANM অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর সুকন্যা মণ্ডল।  বোলপুরের কালিকাপুরের হারাধন মণ্ডল রোডে যে ঠিকানায় এই কোম্পানির রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটা হল ভোলে ব্যম রাইস মিলের। এটা ছাড়াও, সুকন্যার নামে আরও ১০টি জমির ডিড বা চুক্তিপত্র পাওয়া গেছে। সূত্রের দাবি, এই রাইস মিলের মালিক মণ্ডল পরিবার। পেশায় স্কুল শিক্ষিকা সুকন্যা মণ্ডলের কী করে এত সম্পত্তি হল? কোথা থেকে ব্যাঙ্কে কোটি কোটি টাকা জমালেন? কোথা থেকে এই টাকা এল? নেপথ্যে কী? গরু পাচারের টাকা? এই প্রশ্নগুলি তখনও সুকন্যাকে করা হয় বলে সূত্রের খবর। কিন্তু সুকন্যা বরাবরই বলে এসেছেন, তিনি কিছুই জানেন না, বাবা জানেন। তাই এবার অনুব্রতর সামনে বসিয়েই জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। 


হেফাজত শেষে অনুব্রতকে আজ রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হল আজ। সূত্রের খবর, ইডির তরফে ১১ দিন হেফাজতে নিতে আবেদন করা হয়। অন্যদিকে অনুব্রতর আইনজীবী আদালতে সওয়াল করলেন, 'হেফাজতে পেয়েও মাত্র ২ ঘণ্টার জেরা, তাও হেফাজতের আবেদন?' । এখনও চলছে আদালতে সওয়াল জবাব। 


বীরভূমের তৃণমূল সভাপতির ২০ কোটি টাকা নগদ ব্য়াঙ্কে ডিপোজিটের দিকে নজর কেন্দ্রীয় সংস্থার। ED সূত্রে দাবি, অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের সদস্য়দের বিভিন্ন সরকারি ও বেসরকারি অ্য়াকাউন্টে, বিভিন্ন সময়ে মোট ২০ কোটি টাকা নগদ জমা পড়েছিল। ২০১৬ থেকে ২০২০, এই ৫ বছরে বোলপুর এবং তার আশপাশের ব্যাঙ্কে ধাপে ধাপে জমা পড়েছে ২০ কোটি নগদ টাকা।