সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা: প্রধান বিচারপতির এজলাসে পেশ করা তাঁর সাক্ষাৎকারের অনুবাদ চেয়ে পাঠিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সেই কপি চেয়ে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি কলকাতা হাইকোর্টের তরফে ওই ঘটনা সংক্রান্ত যে রিপোর্ট শীর্ষ আদালতে পাঠানো হয়েছিল সেই রিপোর্টের কপিও চেয়ে পাঠিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের উপর সুপ্রিম কোর্টের তরফ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির স্পেশাল বেঞ্চ আপাতত এই স্থগিতাদেশ দিয়েছে। 


ঘটনাক্রম:
রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্টের কপি চেয়ে পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ রাত ১২ টার মধ্যে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন রাত ১২টা ১৫ পর্যন্ত চেম্বারে অপেক্ষা করবেন বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তারপরেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বিষয়টি শীর্ষ আদালতে জানান। তারপরেই শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ এই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন মামলা সরানো সংক্রান্ত নির্দেশের পরই সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে সাক্ষাতকারের অনুবাদ এবং হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের রিপোর্টের প্রতিলিপি চেয়ে পাঠিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও সেই প্রশাসনিক নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি হেমা কোহলির বিশেষ বেঞ্চ। প্রাথমিক, SSC-র নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি-নিয়োগে দুর্নীতির অভিযোগে একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার তাঁর হাতে থাকা প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত ২টি মামলা অন্য বিচারপতির এজলাসে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ! আর এই নির্দেশ সামনে আসার পরই সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে ইন্টারভিউয়ের ট্রান্সস্ক্রিপ্ট (অনুবাদ) এবং হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের রিপোর্টের কপি চেয়ে পাঠান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার রাত ১২টার মধ্যে তা দিতে বলেন তিনি।  


এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, রাত সওয়া বারোটা পর্যন্ত তিনি নিজের চেম্বারে অপেক্ষা করবেন। কিন্তু এরইমধ্য়ে শুনানিতে বসে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি হিমা কোহলির বিশেষ বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই প্রশাসনিক নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়।


তারপর রাত পৌনে দশটা নাগাদ হাইকোর্ট থেকে বেরিয়ে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এর আগে এদিন এজলাসে বসে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাৎপর্যপূর্ণভাবে বলেন, 'কুণাল ঘোষকে প্রণাম জানাব। কারণ তিনি যা ভবিষ্যদ্বাণী করেছিলেন, আজ তা মিলে গেছে। তিনি এত বড় ভবিষ্যৎদ্রষ্টা সেটা আমার জানা ছিল না।'


আরও পড়ুন: ঘুম থেকে উঠতে না উঠতেই বেড টি চলে এল, খারাপ না ভাল ?