সৌভিক মজুমদার, কলকাতা: 'একসময় প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Recruitment Scam) মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) জমিদারি ছিল। তাঁকে সরিয়ে দেওয়ার পরে এখনও মানিক ভট্টাচার্যর কয়েকজন অনুগামী গন্ডগোল করে যাচ্ছে। তারা সিবিআই-ইডির নজরদারিতে আছে,' মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। 


আর যা...
'বোর্ড জানিয়েছে, ওএমআর শিট পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সময় বোর্ডের কেউ সেখানে উপস্থিত ছিল না। সেগুলি ওএমআর শিট ছিল, নাকি শুধু কাগজ ছিল তা কেউ জানে না', সংশয় প্রকাশ করলেন বিচারপতি। সিবিআইয়ের বক্তব্য, গ্রেফতারির আগে মানিক ভট্টাচার্যকে তিন বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বক্তব্য, ২০২২ সালের জুন মাসের ১৩, ১৪ ও সেপ্টেম্বরের ১৬ তারিখে মানিককে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়, দাবি সিবিআইয়ের। প্রসঙ্গত, নিয়োগ-দুর্নীতির মূল মামলা এখন সুপ্রিম কোর্টের নির্দেশে অন্য এজলাসে বিচারাধীন। ওএমআর শিট সংক্রান্ত এই মামলায় কেস ডায়রি দেখতে সুপ্রিম কোর্ট তো বারণ করেনি, মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। প্রাথমিক নিয়োগ দুর্নীতির সব মামলাই এফআইআর নম্বর আরসি সিক্সের অন্তর্ভুক্ত, জানাল সিবিআই। 'আমি তো ওই দুটি মামলা দেখতে চাইছি না, শুধু এই মামলার বিষয়বস্তু দেখতে চাইছি', বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 


'ভৎর্সনার' মুখে সিবিআই...
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন পর্ষদের প্রাক্তন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। গত কাল, সোমবারই তাঁকে জেরা করা নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে সিবিআই। হাইকোর্টের নির্দেশের পরেও জেলবন্দি মানিককে কেন জেরা করা হয়নি, তা নিয়ে সিবিআইকে তিরস্কার করেন বিচারপতি। তাঁর তোপ, 'আমার নির্দেশের পরেও সিবিআই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেনি। দীর্ঘদিন ছেড়ে রেখে দিয়েছিলেন, আমার তো মনে হয় যোগসাজশ আছে। ...আমার তো মনে হয় সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ আনার বুদ্ধি দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ নিয়ে আসুন, তাহলে গ্রেফতার করব না বুদ্ধি দিয়েছিল সিবিআই আধিকারিকরাই।' সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নিতে বারণ করেছে। জিজ্ঞাসাবাদ করতে তো বারণ করেনি। OMR শিট দুর্নীতি মামলায়, মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে, CBI-এর উদ্দেশে এমনই মন্তব্য় করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
তার পর, এদিন, মঙ্গলবার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানান, গ্রেফতারির আগে অন্তত বারতিনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তৃণমূল বিধায়ককে। 


আরও পড়ুন:সোমবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি, রাতারাতি অনামিকাদের নিয়োগপত্র সংগ্রহ করার নোটিস SSC-র