কলকাতা: কেরিয়ার শুরু করেছিলেন WBCS অফিসার হিসেবে। কিন্তু, দুর্নীতির সঙ্গে আপোস করবেন না বলে, সেই চাকরি ছেড়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Ganguly)। তারপর আইনজীবী হিসেবে প্র্য়াকটিস শুরু এবং শেষে বিচারপতির কাজে যোগদান। তাঁর একের পর এক নির্দেশ সবাইকে নাড়িয়ে দিয়েছে। এবার অবসরের আগে বিচারপতি পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করে ফের চমক দিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়।


নিয়োগ দুর্নীতি দমনের লক্ষ্য: গত কয়েক বছর ধরে দুর্নীতি দমনের লক্ষ্য়ে যিনি অবিচল, তাঁর নাম অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এতদিন ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এবার সেই পদে ইস্তফা দিয়ে রাজনীতিতে নাম লেখাতে চলেছেন বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। চাকরির দাবিতে যাঁরা বছরের পর বছর আন্দোলন চালাচ্ছেন, তাঁদের কারও কাছে তিনি মসিহা। যিনি মন্ত্রীকে সময় বেঁধে সিবিআইয়ের কাছে পাঠাতে পারেন। যিনি মন্ত্রীর অযোগ্য় মেয়ের চাকরি কেড়ে যোগ্য় প্রার্থীকে দিতে পারেন। যিনি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee) এবং কুন্তল ঘোষকে CBI, ED-র দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত বলে নির্দেশ দিতে পারেন।


কীভাবে শুরু?


আইনের জগতে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ইনিংস শুরু করেছিলেন আইনজীবী হিসেবে। প্রায় ১০ বছর তিনি আইনজীবী হিসেবে কাজ করেন। যে SSC-র মামলায় বিচারপতি হিসেবে ঐতিহাসিক সব নির্দেশ দিয়েছেন, দীর্ঘদিন সেই SSC-র আইনজীবী ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। ন্যাশনাল ইন্সিওরেন্সের মতো গুরুত্বপূর্ণ মামলাও লড়েছিলেন আইনজীবী হিসেবে। ২০১৮ সালের ২ মে কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০২০-র ৩০ জুলাই থেকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে কাজ শুরু করেন।


ফিরে দেখা কেরিয়ার: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পড়াশোনা মিত্র ইনস্টিটিউশনে। পড়াশোনা শেষে WBCS অফিসার হিসেবে পোস্টিং ছিল উত্তর দিনাজপুরে। কিন্তু, দুর্নীতির সঙ্গে আপস করবেন না বলেই সেই চাকরি ছেড়ে দেন। তারপর আইনজীবী হিসেবে প্র্য়াকটিস এবং শেষমেশ বিচারপতি হিসেবে কেরিয়ার শুরু। এবার সেই পথ ছেড়ে রাজনীতির দিকে পা বাড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বিচারপতি পদে ইস্তফা দিয়ে  রাজনীতিতে নাম লেখাতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। আর বড়সড় কোনও অঘটনা ঘটলে, সূত্রের খবর তিনি যোগ দিতে চলেছেন বিজেপিতে। লোকসভা ভোটে বিজেপির প্রার্থীও হতে পারেন। সূত্রের খবর, মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে বিজেপির টিকিটেও তিনি লড়বেন বলে সূত্রের খবর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Abhijit Ganguly Update: কোন দলে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দাঁড়াবেন লোকসভা ভোটে?