সৌভিক মজুমদার, কলকাতা
: 'আপনারা যখন এই দুর্নীতির তদন্তে একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছবেন, তখন এই তদন্তের প্রয়োজনীয়তা আদৌ থাকবে তো?' প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। সঙ্গে আরও জানতে চাইলেন, 'তদন্ত কি অনন্তকাল চলবে?'


আর কী বললেন?
বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, 'আকাঙ্খিত গতিতে আপনাদের তদন্ত চলছে না।' এদিন সিবিআই জানায়, জেলে কুন্তল ঘোষের সেলের কাছে তৃতীয় ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তবে কুন্তলের  তরফে যে অভিযোগ আনা হয়েছিল তা মিথ্যা, সে কথাও এদিন আদালতে জানিয়েছে সিবিআই-ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বক্তব্য, কুন্তল ঘোষের ওপর কোনও শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়নি। সিবিআই-ইডির দাবি, কুন্তলের অভিযোগ মিথ্যা, চিকিৎসক, পরিবার এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গিয়েছে। সিবিআইয়ের যুক্তি, নির্যাতন সম্পর্কে বিভিন্ন ব্যক্তিদের মধ্যে বক্তব্যের অসঙ্গতিও রয়েছে।


এদিন সিবিআইকে বিচারপতি সিন্হা এও বলেন, 'টাকা দিয়ে চাকরি কিনেছেন কারা? খুঁজে বের করুক সিবিআই।' আগামী ২৯ শে আগস্টের মধ্যে পরবর্তী রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে দুই কেন্দ্রীয় সংস্থাকে। এদিন বিচারপতি সিনহা ইডি-সিবিআইয়ের কাছে তদন্তে অগ্রগতির বিষয়টি জানতে চেয়েছিলেন। ইডি রিপোর্ট পেশ করে বলে, 'কুন্তল ঘোষ, অয়ন শীল ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের থেকে ১৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। কুন্তল ঘোষ, অয়ন শীল ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ৪৩ টি স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে, অভিযুক্ত ও তাদের পরিজনদের নামে এই সম্পত্তি রয়েছে।' সঙ্গে আরও জানানো হয়, নিয়োগ দুর্নীতিতে এখনও পর্যন্ত ১২৬.৭ কোটি টাকা উদ্ধার হয়েছে। ১০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই মুহূর্তে ইডির নজরদারিতে রয়েছে বলে দাবি ইডির। তাদের ধারণা, দুর্নীতির অঙ্ক সাড়ে তিনশো কোটি টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। ইডি-র আরও বক্তব্য, বাংলা চলচ্চিত্র জগতেও এই টাকা বিনিয়োগ করা হয়েছে। সম্প্রতি ১৯টি জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়। সুজয়কৃষ্ণ ভদ্র ও পরিবারের নামে সম্পত্তি রয়েছে। তদন্তও চলছে। আদালতে শুক্রবার জানায় ইডি। এদিন ইডির পাশাপাশি বিচারপতি সিনহা সিবিআইকেও প্রশ্ন করেন, 'পুর-নিয়োগ দুর্নীতি মামলায় পুরসভার নাম আর পুর-আইন চেয়ে পাঠাচ্ছেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিক? এটা কি ধরনের তদন্ত হচ্ছে? আপনাদের তদন্তকারীরা তদন্ত নিয়ে মাথাই ঘামাচ্ছেন না।',


আরও পড়ুন:সপ্তাহান্তে ফের ভোগান্তির আশঙ্কা, শিয়ালদা শাখায় বাতিল একাধিক ট্রেন




'