কলকাতা: 'যারা কোর্টের নামে বাজে কথা বলে তাদের সম্মান করি না।' অভিষেকের (Abhishek Banerjee) আক্রমণ নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার এই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।

  


কী বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়


পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023) পর্বের অশান্তি নিয়ে বলতে গিয়ে, গত শুক্রবার বিচারব্য়বস্থাকে বেনজির আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। হাইকোর্টের বিচারপতিদের একাংশের বিরুদ্ধে বিজেপিকে মদত দেওয়ার অভিযোগ পর্যন্ত তোলেন তিনি।  তাঁর মুখে শোনা যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নামও। তিনি বলেন, “বিচারব্য়বস্থার একাংশ বিজেপিকে যেভাবে মদত দিচ্ছে। এই সমাজবিরোধীগুলোকে যেভাবে প্রোটেকশন দিয়ে কীকরে বাঁচিয়ে রাখা যায়, সন্ত্রাস করতে মদত দেওয়া যায়, তা অত্য়ন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। হাইকোর্টের জাস্টিস, রাজাশেখর মান্থার জাজমেন্ট, এমন জাজমেন্ট দিচ্ছেন, শুভেন্দু আগামী দিনে অপকর্ম করলে ব্য়বস্থা নেওয়া যাবে না। সেই রাজাশেখর মান্থাই জাজমেন্ট দিয়ে বিজেপির গুন্ডাবাহিনীকে প্রোটেকশন দিয়ে রেখেছে। একজনের জন্য় পুরো বিচারব্য়বস্থা কলুষিত। বিচারব্য়বস্থা ভেঙে দেওয়া হচ্ছে। দিল্লির অর্ডারে কাজ করছে,কেউ আমার বিরুদ্ধে কনটেম্পট করবে। সত্য়ি কথা বলার জন্য় ব্য়বস্থা নিতে চাইলে নিতে পারে।’’


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। এই ইস্যুতে এবার মন্তব্য করলেন বিচারপতি। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থা সম্পর্কে বিরূপ মন্তব্য করেন না বলেও বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি বলেন, "সুপ্রিমো এই ধরনের বাজে কথা বলেন না। সুপ্রিমো কোর্টে এলে বিচারপতিদের সঙ্গে কথা বলেন। বিচার ব্যবস্থা সম্পর্কে বিরূপ মন্তব্য করেন না সুপ্রিমো। যে কোনও দ্বায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্বই এই ধরনের মন্তব্য করেন না।'' নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


এদিকে বিচারব্যবস্থাকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আদালত অবমাননার অভিযোগে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। অভিযোগপত্র হলফনামা আকারে দাখিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এই সপ্তাহে ফের বসবে বৃহত্তর বেঞ্চ। সেখানেই হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Vitamin D Deficiency: ক্লান্তি আসছে সহজেই? বাড়ছে হাড়ে ব্যথা? ভিটামিন ডি-এর ঘাটতি হচ্ছে না তো? কীভাবে বুঝবেন?