কলকাতা: রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) ইডি হেফাজতের নির্দেশের পর আদালতেই অজ্ঞান হয়ে পড়েছিলেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ( Jyotipriya Mallick)। আদালতের বাইরে এসে তাঁর আইনজীবী (Advocate) জানিয়েছিলেন, 'মুখ থেকে গ্যাজলা বেরিয়েছে। তিনি আরও বলেছিলেন,'শারীরিক পরিস্থিতি, এই মুহূর্তে খুব একটা ভাল দেখলাম না। একটা হাইলি ডায়াবেটিক এবং কিডনি এফেকটেড। চিকিৎসকের নির্দেশ অনুসারে, যদি কিডনিতে ওই মেডিসিন না দেওয়া হয়, যথাযথ খাবার না দেওয়া হয়, তাহলে ওকে কিন্তু ডায়ালিসিস করতে হবে।' তাই কোনও ঝুঁকিই আর নেওয়া হয়নি। অসুস্থ হওয়ার পরপরই জ্যোতিপ্রিয় মল্লিক নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তবে তেমন কিছুই করার প্রয়োজন শেষ অবধি হয়নি। কারণ গত ৭২ ঘণ্টায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেই খবর প্রকাশ্যে এসেছে। আর শেষ অবধি পাওয়া খবরে,মেডিক্যাল বোর্ড স্পষ্ট মতপ্রকাশ করে জানিয়েছে,'ভাল আছেন জ্যোতিপ্রিয়, হাসপাতালে রাখার প্রয়োজন নেই।' 


এদিন মেডিক্যাল বোর্ড জানিয়েছে, ভাল আছেন জ্যোতিপ্রিয়, হাসপাতালে রাখার প্রয়োজন নেই। জেরার মুখোমুখি হতে শারীরিক ভাবে সক্ষম জ্যোতিপ্রিয়।' কখন হেফাজতে নেবে, সিদ্ধান্ত নেবে ইডি, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়ম মতো ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। আদালতের নির্দেশ অনুযায়ী, হাসপাতাল থেকে ছাড়া পেলেই ইডি হেফাজত শুরু হবে মন্ত্রীর। তবে ইডি হেফাজতের নির্দেশের পর আদালতে জ্যোতিপ্রিয়রর অসুস্থ হয়ে পড়া নিয়ে পৃথক প্রতিক্রিয়া শোনা গিয়েছিল রাজ্য বিজেপির শীর্ষ নের্তৃত্বের থেকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করে বলেছিলেন, 'নাটক করছেন মন্ত্রী'।


প্রসঙ্গত, রাজ্যের এরাজ্যের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী ইতিমধ্য়েই জেলে। গরুপাচার মামলায়, গতবছর অগাস্ট মাসে গ্রেফতার হন অনুব্রত। তার পর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও, এখনও জেলবন্দি অনুব্রত। প্রথমে বাংলাতেই ছিলেন অনুব্রত। কিন্তু তিনি প্রভাবশালী, মামলার উপর প্রভাব পড়তে পারে বলে আদালতে যুক্তি দেখান তদন্তকারীরা। দীর্ঘ টানাপোড়েনের পর শেষ মেশ দিল্লির তিহাড় জেলে ঠাঁই হয় অনুব্রতর। তাঁর কন্যা সুকন্যাও সেখানেি রয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনিও এই মুহূর্তে জেলে। রাজ্যের এই দুই হেভিওয়েট নেতা ও প্রাক্তন মন্ত্রী উভয়ের ক্ষেত্রেই তলবের সময় দেখা গিয়েছিল, তাঁরা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন।


আরও পড়ুন, 'দিঘায় জ্যোতিপ্রিয়-র ৩ টি বেনামি হোটেল..', ছবি দেখিয়ে দাবি শুভেন্দুর


শেষ অবধি এসএসকেম-এর অন্দরে খোঁজ নিতে গিয়েছিলেন খোদ কেন্দ্রীয় তদন্তকারীর দল। এমন ছবি নারদ মামলাতেও প্রকাশ্যে এসেছিল। সেসময় ফিরহাদ হাকিম ছাড়া, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় (প্রয়াত) এবং শোভন চট্টোপাধ্যায়-প্রত্যেককেই অসুস্থ হয়ে উডবার্ণ যেতে দেখা গিয়েছিল। কিন্তু পার্থ গ্রেফতারের ঠিক আগে নিয়মে কিছু বদল আনা হয়েছিল। যাতে কোনওভাবেই মামলা চলাকালীন, তলব এড়িয়ে কেউ না যেতে পারেন। তবে এবার সেই অধ্যায়ে নতুন সংযোজন এবার জ্যোতিপ্রিয় মল্লিক। তিনিও গ্রেফতারের পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে আজকের মেডিক্যাল বোর্ডের মত প্রকাশের পর অভিমুখ কোন দিকে যাবে, তা ইডিই ঠিক করবে বলে মত তাঁদের।