কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় (Ration Scam) গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। এদিকে ঘটনার আকস্মিকতায় আদালতেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। তারপর সোজা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তবে কী কারণে সেদিন অজ্ঞান হয়ে পড়েছিলেন, তা নিয়েও প্রশ্ন ওঠে। যদিও এর জন্য থেমে নেই তদন্ত। আর এহেন পরিস্থিতি উত্তাল রাজ্য রাজনীতি। তারই মাঝে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্য আনলেন রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। দিঘায় জ্যোতিপ্রিয় মল্লিকের ৩টি বেনামি হোটেল, ছবি দেখিয়ে দাবি শুভেন্দু অধিকারীর। দুর্নীতি প্রসঙ্গে পাল্টা শুভেন্দুকে নিশানা কুণাল ঘোষের।
'সব একই মডেল..পরে ৫০ টাকা স্ট্যাম্পে জ্যোতিপ্রিয় মল্লিক'
এদিন শুভেন্দু বলেন, 'সব একই মডেল। পার্থ, অর্পিতা, অনুব্রত, সায়গল, বাকিবুর, বালু-মডেল সব সেম। জ্যোতিপ্রিয় মল্লিকের বেনামে হোটেল।' এরপরেই নিজের মোবাইলের প্রতিটি হোটেলের ছবি দেখান বিরোধী দলনেতা। শুভেন্দু সংযোজন, 'এই হোটেরগুলি যাদের নামে আছে, তাঁদের নামগুলি আমি বলে দিচ্ছি।এরা আসলে লিজ হোল্ডার। পরে ৫০ টাকা স্ট্যাম্পে জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর আগের পিএ অভিজিৎ, তাঁর মিসেস, তাঁদের নামে করে নিয়েছেন। এই হোটেলগুলির প্লট ওনার অজয় দে, দেবাশিষ দাস, সম্রাট। হোটেলগুলির নামও উল্লেখ করেন তিনি। যথাক্রমে মেঘবালিকা, বিচ ভিউ, বি ভিউ রিসর্ট।'
'শিক্ষা-খাদ্য জেলে, স্বাস্থ্য কবে জেলে যাবে ?', খোঁচা শুভেন্দুর, পাল্টা তৃণমূল
শুভেন্দু শাসকদলকে তোপ দেগে আরও বলেন, 'শিক্ষা গেছে জেলে। খাদ্য সবে গেল জেলে। বাকি থাকল স্বাস্থ্য। স্বাস্থ্য কবে জেলে যাবে ? তার অপেক্ষায় পশ্চিমবঙ্গের মানুষ। যদিও পাল্টা নিশানা করতে ছাড়েনি তৃণমূলও। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'লোডিশেডিংয়ের নেতা শুভেন্দু অধিকারী, নিজের কটা হোটেল আছে, নিজের কটা পেট্রোল পাম্প আছে, নিজের কটা ট্রলার আছে ? সেটার সৎ সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করে বাংলার মানুষকে জানান। ৩৫ টা পদের অধিকারি থেকে তিন তিনটি দৎতরের মন্ত্রী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়-তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করে, পাহাড় প্রমাণ সম্পত্তির অধিকারি হয়েছেন শুভেন্দু অধিকারী।'
আরও পড়ুন, ফের CGO কমপ্লেক্সে IAS জ্যোতিষ্মান, প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
প্রসঙ্গত, জ্য়োতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর স্বাভাবিকভাবেই উত্তাল রাজ্য রাজনীতি। এহেন পরিস্থিতিতে হত্যার আশঙ্কাপ্রকাশ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, 'যেটা আশঙ্কা করা যাচ্ছে, ধীরে ধীরে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে যাচ্ছে তৃণমূলের, সেই জন্য এদের হত্যা করাও হতে পারে।' রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে, ED-র হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। আর, এই প্রেক্ষাপটে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।