আবীর দত্ত ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : আজ সকাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotopriyo Mullick) টানা জেরা , ইডি সূত্রে খবর এমনটাই। পাশাপাশি জানা যাচ্ছে, গতকাল রাতে জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করা হয়নি। এদিকে, পাশাপাশি ইডি (ED) দফতরের সেলে জ্যোতিপ্রিয়র থাকার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে ২জন কেন্দ্রীয় জওয়ান ও ১ জন রাজ্য পুলিশের কনস্টেবল।


এদিকে, ইডি সূত্রে জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয়র পরিবার থেকে পোশাক ও পাখা দেওয়া হয়েছে। পরিবার থেকে দেওয়া হয়েছে বাড়ির খাবার। গতকাল হাসপাতাল থেকে হেঁটেই বেরোন বনমন্ত্রী। রেশন বণ্টন দুর্নীতি (Ration Distribution Scam) মামলায় ধৃত বনমন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) নিয়ে যায় ইডি। রাতের খাবার নিয়ে হাসপাতালে আসেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। 


সোমবারই অ্য়াপোলো হাসপাতালের মেডিক্য়াল বোর্ড জানিয়ে দেয়, ভাল আছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে তাঁকে আর হাসপাতালে রাখার প্রয়োজন নেই। এরপরই সন্ধেয় অ্য়াপোলো হাসপাতালে পৌঁছন ইডির অফিসাররা। কিছুক্ষণ বাদে হেঁটে হাসপাতাল থেকে বেরোতে দেখা যায় জ্য়োতিপ্রিয় মল্লিককে। হাসপাতাল থেকে সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় ইডি। এবার ১০ দিন হেফাজতে রেখে তাঁকে জেরা করবে কেন্দ্রীয় এজেন্সি।


রেশন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ভোরে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। ম্যারাথন তল্লাশির পর, সেদিন রাতে তাঁকে গ্রেফতার করা হয়। রাতভর ইডি-র হেফাজতে থাকার পর পরেরদিন আদালতে তোলার সময় হঠাৎই মূর্চ্ছা যান বনমন্ত্রী। তারপর থেকেই অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন জ্যোতিপ্রিয়। হাসপাতাল সূত্রে দাবি, টানা ২১ ঘণ্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের সময় খাওয়া-দাওয়া করেননি মন্ত্রী, ঘুমোননি।                                                                


সেইকারণে ব্লাড প্রেসার ফল করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। ক্রিয়েটিনিন ও পটাশিয়ামের মাত্রাও শরীরে বেড়ে গেছিল। তবে গত কয়েকদিনের চিকিৎসায় এখন সুস্থ হয়ে উঠেছেন। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, আপাতত সুগার ও ব্লাড প্রেসারের ওষুধ নিয়মিত খেতে বলা হয়েছে বনমন্ত্রীকে। নিয়মিত নিতে হবে ইনসুলিনও।


আরও পড়ুন- এখনও অবধি নিজেকে অপরাধী বলে মনে করছি না, তদন্তের মুখোমুখি হতে প্রস্তত' এবিপি আনন্দে এক্সক্লুসিভ জ্যোতিপ্রিয়-কন্যা