প্রকাশ সিন্হা, হিন্দোল দে ও রঞ্জিত সাউ, কলকাতা : 'শরীর অত্যন্ত খারাপ। মৃত্যুশয্যা প্রায়। লেফট সাইডটা প্রায় প্যারালিসিস হয়ে গেছে।' শরীর নিয়ে এমনটাই দাবি করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। উল্টোদিকে, রাজ্যের মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে কমান্ড হাসপাতালের (Command Hospital) রিপোর্ট বন্ধ খামে পেশ করে ED। কী রয়েছে সেখানে ? সূত্রের খবর,  রিপোর্টে লেখা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক স্থিতিশীল রয়েছেন। এখনই তাঁকে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই। 


সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না ! দু'পাশ থেকে তাঁকে ধরে ছিলেন ED-র ২ আধিকারিক। তাঁদের উপরেই কার্যত ভর দিয়ে হাঁটছিলেন। রবিবার অর্থাৎ কালীপুজোর সকালে এভাবেই দেখা যায় রেশন দুর্নীতিতে (Ration Distribution Scam) ধৃত ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ED হেফাজতের মেয়াদ শেষে তাঁকে আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যায় ইডি (ED)। হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করতে যাওয়ার সময় একজনের কাঁধে ভর দিয়ে হাঁটলেও, আদালতে যাওয়ার সময় যদিও নিজেই হেঁটে ঢোকেন। 


আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী (Lawyer) বলেন, ৭ দিন আগে এই আদালতে যখন জ্যোতিপ্রিয় মল্লিককে পেশ করা হয়েছিল তিনি সুস্থ ছিলেন। টিভিতে আমরা দেখেছি, তিনি অসুস্থ। ED হেফাজতে তাঁর শারিরীক অবস্থার অবনতি হয়েছে। যদিও জামিনের আবেদন করা হয়নি।


এরপরই ED-র আইনজীবী কমান্ড হাসপাতালের রিপোর্ট বন্ধ খামে পেশ করেন। সূত্রের খবর, যেখানে লেখা ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক স্থিতিশীল রয়েছেন। পাশাপাশি বলা হয়েছে, এখনই তাঁকে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই। যে তথ্য সামনে আসার পরই রাজ্যের মন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। 


গত ২৬ অক্টোবর প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমানে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ED-র ম্যারাথন তল্লাশির দিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) গলায়। তিনি বলেছিলেন, 'বালুর সুগার আছে। শরীর খারাপ। যদি ও মরে যায় তাহলে বিজেপির বিরুদ্ধে FIR করতে হবে। ইডির বিরুদ্ধেও করতে হবে। সুলতান আহমেদ মারা গেলেন। তিনি ঠিকই ছিলেন। সিবিআইয়ের চিঠি পেয়ে বাথরুমে গিয়ে মারা গেলেন। প্রসূন মুখোপাধ্য়ায়ের স্ত্রীও মারা গেছেন একই কারণে।' এবার সেই সুরেই অসুস্থতার কথা বললেন জ্য়োতিপ্রিয়। এদিকে রবিবারও ED দফতরে আসেন, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির পরিচারক রামস্বরূপ শর্মা।              


আরও পড়ুন- ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত জ্যোতিপ্রিয় মল্লিকের