কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
ছোট্ট দেবীর প্রথম জন্মদিন
ঠিক এক বছর আগে, আজকের দিনেই তাঁদের কোল আলো করে আসে ছোট্ট দেবী (Devi Basu Singh Grover)। আজ মাতৃত্বের প্রথম বর্ষপূর্তি অভিনেত্রী বিপাশা বসুর (Bipasha Basu)। বিপাশা ও কর্ণ সিংহ গ্রোভারের (Karan Singh Grover) একরত্তি কন্যা দেবীর প্রথম জন্মদিন আজ। মেয়ের প্রথম জন্মদিনে একটি আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী, সেই সঙ্গে রাখলেন দেবীর জন্মানোর সময় একটি ছবি। ১২ নভেম্বর, ২০২২, বিপাশা ও কর্ণের কোল আলো করে আসে দেবী। আজ, দীপাবলির দিন, নিজের সোশ্যাল মিডিয়ায় দেবীর জন্মের সময়ের একটি ছবি পোস্ট করেন বিপাশা। লেখেন, 'জন্মের জাদু... মায়ের পেটে ৯ মাস আর আজ দেবীর ১ বছর বয়স। এই সময়টা আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় হয়ে কেটেছে... আমাদের ছোট্ট দেবীর সঙ্গে আরও আরও রহস্যের জন্য অপেক্ষায় আছি। আমি সবসময়ে ওকে ঘিরেই নানারকমের জাদুতে ভরা জিনিস কল্পনা করি... এবং আজ ওর প্রথম জন্মদিন এবং দীপাবলি একদিনে হওয়ায়... ও সত্যিই আমাদের কাছে মায়ের মিষ্টি আশীর্বাদ... আমাদের লক্ষ্মী মা...।' প্রত্যেককে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, 'শুভ দীপাবলি সকলকে... ধন্যবাদ দেবী ও আমাদের এত ভালবাসা ও আশীর্বাদ দেওয়ার জন্য... চিরকৃতজ্ঞ...।' তাঁর এই পোস্টে অনুরাগীরা শুভেচ্ছায় ভরান ছোট্ট দেবীকে। একজন লেখেন, 'উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। শুভ প্রথম আদুরে দেবী।' অপর একজন লেখেন, 'শুভ জন্মদিন দেবী এবং নতুন মা ও বাবাকে এই সুন্দর সফরের প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা।'
'বাজিগর' ছবির ৩০ বছর পার, পোস্ট কাজলের
দেখতে দেখতে ৩০ বছর পার করল শাহরুখ খান (Shah Rukh Khan) ও কাজল (Kajol) অভিনীত 'বাজিগর' (Baazigar)। গোটা দেশ যখন 'টাইগার ৩' (Tiger 3) ছবি নিয়ে মেতেছে তখন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে খানিক স্মৃতি সরণিতে হাঁটলেন অভিনেত্রী কাজল। স্মৃতির পাতা ঘেঁটে দেখলেন সঙ্গীত পরিচালক অনু মালিকও (Anu Malik)। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ছবি আজও দর্শকের মনে টাটকা। এদিন বেশ কিছু ছবি পোস্ট করে কাজল লেখেন, 'বাজিগর ৩০ বছর পূর্ণ করল... এই ছবির সেট ছিল বহু প্রথমের সাক্ষী... প্রথমবার আমি সরোজ জির সঙ্গে কাজ করি, প্রথমবার আমার শাহরুখ খানের সঙ্গে দেখা হয়, প্রথমবার আমার অনু মালিকের সঙ্গে আলাপ হয়... এবং ১৭ বছরের আমি যখন এই ছবির কাজ শুরু হয়... আব্বাস ভাই এবং মাস্তান ভাই রীতিমতো আদুরে প্রিয় বাচ্চার মতো আমার দেখাশোনা করেছেন।' তিনি একই সঙ্গে উল্লেখ করেছেন শিল্পা শেট্টি ও জনি লিভারের নামও। লেখেন, 'ওঁদের কথা কী করে ভুলি'। একইসঙ্গে তিনি লিখে চলেন, 'কত কত আনন্দের স্মৃতি এবং অফুরন্ত হাসি... আজও, প্রত্যেকটা গান, প্রত্যেকটা সংলাপ আমার মুখে চওড়া হাসি ফুটিয়ে তোলে... কারণ শুধুমাত্র বাজিগরের ৩০ বছর পূর্তি।'
আরও পড়ুন: Top Entertainment News Today: কেমন হল 'টাইগার ৩'? একরত্তি দেবীর প্রথম জন্মদিন, বিনোদনের সারাদিন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial