প্রকাশ সিনহা, কলকাতা : আদালত থেকে সোজা হাসপাতাল। এজলাসেই অসুস্থ হয়ে পড়া রাজ্যের মন্ত্রীকে এসি অ্যাম্বুল্যান্সে শুইয়ে নিয়ে ছোটা হল হাসপাতালে। এজলাস থেকে স্ট্রেচারে শুইয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotopriyo Mullick)। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীর শারীরিক অবস্থা দেখেই তাঁকে কমান্ড হাসপাতালে স্থানান্তর করে পরবর্তী চিকিৎসার বিষয়টি দেখা হবে বলেই নির্দেশ আদালতের। এমারজেন্সিতে জ্যোতিপ্রিয়কে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।


রেশন বণ্টন দুর্নীতিতে (Ration Distribution Scam) ইডির হাতে গ্রেফতার মন্ত্রীকে ৫ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। যে রায় শুনে এজলাসেই জ্ঞান হারান জ্যোতিপ্রিয় মল্লিক। যারপর এজলাসেই তাঁর মেয়ে মাথায় জল ঢালেন মন্ত্রীর। তাঁর আইনজীবীদের দাবি, অসুস্থ জ্যোতিপ্রিয়র মুখ থেকে গেঁজাও বেরোতে দেখা যায়। অসুস্থ হয়ে পড়া জ্যোতিপ্রিয়কে দ্রুত তাঁর কেবিনে নিয়ে যেতে নির্দেশ দেন বিচারক তনুময় কর্মকার। বিচারকের এসি কেবিনে প্রায় আধ ঘণ্টা ধরে বসানো হয় মন্ত্রীকে।


বিচারকের কেবিনে জ্যোতিপ্রিয় মল্লিক থাকার মাঝেই সেখানে এসে পৌঁছয় এসি অ্যাম্বুলেন্স (AC Ambulance)। তাতে করেই রাজ্যের মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে। অ্যাম্বুলেন্সেই মন্ত্রীর সঙ্গী হন এক ইডি অফিসার। পাশাপাশি ইডি-র আধিকারিকদের গাড়ি, কেন্দ্রীয় জওয়ানদের গাড়ি মন্ত্রীর অ্যাম্বুলেন্সের সঙ্গে যায় হাসপাতালের পথে। 


ব্যাঙ্কশাল আদালতে ৪৫ মিনিটের মতো সওয়াল-জবাব পর্বের মাঝে একাধিক নির্দেশ দেন বিচারক। ২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করবে কমান্ড হাসপাতাল, নির্দেশ আদালতের (Court)। বাড়ির খাবার পাবেন জ্যোতিপ্রিয় মল্লিক, নির্দেশ বিচারকের। পাশাপাশি দিনে এক ঘণ্টা করে আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিক, নির্দেশ বিচারকের। যারপরই ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। যারপরই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। 


সুগার আক্রান্ত জ্যোতিপ্রিয় জেরা-জিজ্ঞাসাবাদ-গ্রেফতারি পর্বের মাঝে ইনসুলিন নিতে না পারার কথা জানান তৃণমূলের হেভিওয়েট নেতার আইনজীবী। জ্যোতিপ্রিয় মল্লিকের পা ফুলে থাকা সহ অসুস্থতার কথা জানিয়ে দাবি করেন জামিনের। এর মাঝেই ব্যাঙ্কশাল আদালতে চলতে থাকা শুনানি পর্বে সোজা জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি। জানতে চান, তাঁকে কি শারীরিকভাবে কেউ অত্যাচার করেছে ?


বিচারকের যে প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, না। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ইডি-র আধিকারিকরা এখনও পর্যন্ত তাঁর সঙ্গে ভাল ব্যবহারই করেছেন। যদিও কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারি প্রসঙ্গে অবশ্য জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ শানান। 



আরও পড়ুন- মেরুন ডায়েরিতে উল্লেখ 'বালুদা', রেশন দুর্নীতিতে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক, আদালতে দাবি ইডির