আবীর ইসলাম, বীরভূম: 'কাঁচা বাদাম' (Kacha Badam) গান খ্যাত ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) জনপ্রিয়তা প্রতিদিনই বাড়ছে। তাঁর গাওয়া 'কাঁচা বাদাম' গানে ইনস্টাগ্রাম রিল শুধু বাংলার গণ্ডিতেই সীমাবদ্ধ নেই। বরং তা দেশ ছাড়িয়ে বিদেশেও নিজের প্রভাব বিস্তার করেছে। বাংলার সাধারণ মানুষ থেকে তারকারা তো অবশ্যই, বলিউডের তারকারাও এই গানে কোমর দোলাচ্ছেন। সদ্য কয়েকদিন আগেই অলিম্পিক্স পদকজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু 'কাঁচা বাদাম' গানে রিল তৈরি করেন। এছাড়াও ধীরে ধীরে পাচ্ছেন শিল্পীর তকমাও। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছেন ভুবন বাদ্যকর।


কিছুদিন আগেই 'কাঁচা বাদাম' গানের স্রষ্টা ভুবন বাদ্যকর বলেছিলেন যে তিনি সেলিব্রিটি হয়ে গিয়েছেন। এবার তিনি বাদাম বিক্রি করা বন্ধ করে গানে মনোনিবেশ করবেন। তাঁর সেই বক্তব্য নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল নেট দুনিয়া। গত ৪ মার্চ বলেছিলেন নতুন গান যদি মানুষের পছন্দ না হয়, তাহলে ফের বাদাম বিক্রি করবেন। নিজেকে সেলিব্রিটি বলার বক্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন ভুবন বাদ্যকর। তিনি বলেন, 'আমি অনুভব করেছি যে আমার এই কথা বলা ঠিক হয়নি। ওটা ভুল করে বলে ফেলেছিলাম। মানুষ আমাকে সেলিব্রিটি বানিয়েছেন। যে ভালোবাসা আমি পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ মানুষের কাছে। চামড়ার মুখ তো, কখন কি বলি ঠিক নেই। যদি কিছু ভুল করে থাকি, ক্ষমা করে দেবেন।'


আরও পড়ুন - Aditya Roy Kapoor: অ্যাকশনধর্মী ছবিতে আদিত্য রয় কপূর, প্রকাশ্যে ফার্স্ট লুক ও মুক্তির দিন ঘোষণা


প্রসঙ্গত, কয়েকদিন আগেই দুর্ঘটনার কবলে পড়েন ভুবন বাদ্যকর। দুর্ঘটনার কবলে পড়েও 'আমার নতুন গাড়ি' নিয়ে নতুন গান লিখে ফেলেন তিনি। বোলপুরের এক বেসরকারি রেস্তোরাঁয় একটি বেসরকারি মিউজিক সংস্থার সঙ্গে নতুন গানের চুক্তি সাক্ষর করেন তিনি। ওই সংস্থার তরফ থেকে আগেই তিন লক্ষ টাকার চুক্তি হয়েছিল। এর মধ্যে দেড় লক্ষ টাকা দিয়ে দেওয়া হয়েছিল আগেই। এদিন বাকি টাকাও দিয়ে দেওয়া হয় ভুবনকে। সেখানেই তিনি জানান, তিনি ফের নতুন গান তৈরি করেছেন। অনেকের আমন্ত্রণই পাচ্ছেন এখন। কিন্তু নতুন গান যদি মানুষের পছন্দ না হয়, তাহলে ফের বাদাম বিক্রি করবেন। তিনি বলেন, 'অনেকের আমন্ত্রণ পেলেও এখনও আমাদের দাদা অনুব্রত দা আমাকে ডাকেননি। কেষ্ট দা যদি ডাকেন, তাহলে ওঁকে বাদাম খাওয়াব। ওঁর জন্য এক কেজি বাদাম নিয়ে যাব।'