সুনীত হালদার, হাওড়া : আলোর উৎসবের মাঝে গতির সুখবর। আরও এক জোড়া বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেতে চলেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের চৌহদ্দি থেকে দ্রুতগতিরও আরও দুটি ট্রেন দ্রতই ছোটা শুরু করবে, জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাওড়ার এক কালীপুজোর উদ্বোধনে গিয়ে যে সুখবর দিলেন বিজেপি নেতা।
হাওড়া (Howrah) উলুবেড়িয়ায় শুড়িখালি সাথী ফুটবল ক্লাবের কালীপুজোর উদ্বোধনে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবারে যে পুজোর থিম বন্দে-ভারত এক্সপ্রেস। সেই মণ্ডপ দেখে প্রশংসা করার পাশাপাশি বক্তব্য রাখার মাঝে বাংলার ভাগ্যে আরও জোড়া বন্দে-ভারত দ্রুতই আসার কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমরা আর কিছুদিনের মধ্যেই রাজ্যের জন্য আরও দুটো বন্দে-ভারত এক্সপ্রেস পেয়ে যাব।
প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যে তিনটি বন্দে-ভারত এক্সপ্রেস চলছে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির (Howrah-New Jalpaiguri Vande Bharat Express) মধ্যে চালু হয় এরাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা। পরে হাওড়া থেকে পুরী ও নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি, আরও দুটি বন্দে-ভারত এক্সপ্রেস চালু হয়। আরও একজোড়া বন্দে-ভারত এক্সপ্রেস চালু হলে সেক্ষেত্রে রাজ্যের ভাগ্যে এই দ্রুতগতির ট্রেনের মোট সংখ্যা দাঁড়াবে ৫ টি।
রেল সূত্রের খবর, বেশ কয়েকটি রুট বেছে নেওয়া হয়েছিল, সম্ভাব্য আগামী বন্দে-ভারত চালানোর জন্য রুট বেছে নেওয়ার ক্ষেত্রে। শেষপর্যন্ত যা খবর, তাতে হাওড়া-পাটনা ও হাওড়া-রাঁচি এই দুটি রুটের জন্য আরও দুটি বন্দে-ভারত এক্সপ্রেস বঙ্গের ভাগ্যে বরাদ্দ হওয়ারই সম্ভাবনা সবথেকে বেশি। জানা যাচ্ছে, নতুন বন্দে-ভারত এক্সপ্রেসের কোচই বরাদ্দ হতে পারে বাংলার জন্য। ইতিমধ্যে নতুন বন্দে ভারত এক্সপ্রেসে সিট হেলানোর পদ্ধতি, রঙের পরিবর্তন করা হচ্ছে। ট্রেনে আলোর ব্যবস্থা বাড়ানো হচ্ছে। খবরের কাগজ রাখার জায়গা করা হচ্ছে।
আরও পড়ুন- বেপরোয়া অটোচালকের ধাক্কা সাইকেলে, প্রতিবাদ করলে থানার অদূরে মেরে ফাটিয়ে দেওয়া হল মাথা