কলকাতা: দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অনুমোদন ছাড়া যাতে অন্য কোনও বাজি না ফাটানো হয়, সেদিকে নজর রাখা হবে। আজ কালীপুজো সমন্বয় কমিটির সঙ্গে বৈঠকের পর জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। ধনধান্য অডিটোরিয়ামে আজকের বৈঠকে হাজির ছিলেন কলকাতার সমস্ত পুজো কমিটি। ছিলেন CESC, দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরাও। 


অতীতে একাধিক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কোলাঘাটের পয়াগ গ্রামেও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের অন্তত ৪-৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। একটি মাটির বাড়ি ধূলিস্যাৎ হয়ে গিয়েছিল।এগরাতেও বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল।  বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছিল পুরো এলাকা। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বাজি কারখানা চলত, জানিয়েছিলেন স্থানীয়রা।


এর আগে মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৩ জনের। ২০২২-এর ১১ অক্টোবর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ২ জনের। ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে ৩ জনের মৃত্যু হয়েছিল। ২০২২-এর ১ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৩ জনের। 


কলকাতা, উত্তর ২৪ পরগনা -সহ একের পর এক বেআইনি বাজি কারখানার ঘটনা প্রকাশ্যে আসতেই সক্রিয় ভূমিকা নেয় পুলিশ। রাস্তায় তল্লাশির পাশাপাশি রাজ্যজুড়েই বেআইনি কারখানার হদিশ পাওয়া যায়। বাজেয়াপ্ত করা হয় প্রচুর বাজি। আগেই বাজি নিয়ে কড়া ছিল প্রশাসন। এখন আরও বেশি কড়া নজর রেখেছে কলকাতা পুলিশ।    


গতবছর দত্তপুকুরে বিস্ফোরণের পর ট্রাকে করে বাজি পাচারের ঘটনাও প্রকাশ্যে আসে। আমডাঙায় ৩ ট্রাক ভর্তি শব্দ বাজি বাজেয়াপ্ত করেছিল এসটিএফ। ঘোলায় বাজেয়াপ্ত করা হয়েছিল ২ ট্রাক নিষিদ্ধ বাজি। গ্রেফতার করা হয়েছিল ২ জনকে। আমডাঙা, ঘোলা মিলিয়ে বাজেয়াপ্ত ৫০ টন নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত শব্দবাজির আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা, দাবি এসটিএফ সূত্রে দত্তপুকুরে বিস্ফোরণের পর বাজি পাচার করা হচ্ছিল, অনুমান ছিল এসটিএফের। তারপরেই সেই অনুমানের ভিত্তিতেই বাজি পাচার বানচাল করে STF।


আরও পড়ুন, ছুটির সকালে মেঘমুক্ত আকাশ ? আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।