সোমনাথ দাস, ঘাটাল: রাজ্য জুড়ে ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে গেলেও পশ্চিম মেদিনীপুরের ঘাটালে (Ghatal) এখনও কমেনি জল-যন্ত্রণা। ঘাটাল পুরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ড জলমগ্ন। সেই জল পেরিয়েই কালী প্রতিমা পৌঁছেছে মণ্ডপে মণ্ডপে।
এখনও কমেনি জল-যন্ত্রণা: কোথাও কোমর সমান জল জমে, তো কোথাও হাঁটু ডুবে যাচ্ছে জলে। সেই জলের মধ্যে দিয়েই ডিঙিতে চাপিয়ে কালী ঠাকুর নিয়ে যাচ্ছেন অনেকে। অনেকে আবার কাঁধে করেই প্রতিমা নিয়ে চলেছেন। রাস্তা জলে ডুবে থাকায় বহু জায়গায় পুজো বন্ধ হয়ে গেছে। দুর্গাপুজোর আগেই জল-যন্ত্রণায় বিদ্ধ হতে হয়েছে ঘাটালের বিস্তীর্ণ এলাকার মানুষকে। কালী পুজোতেও প্লাবিত ঘাটালের একাধিক এলাকা। ঘাটালের এক পুজো কমিটির সদস্য পার্থ দাস বলেন, "যেখানে পুজো হওয়ার কথা ছিল সেখানে জল। শুকনো জায়গায় কোনও রকমে ছোট করে পুজোর আয়োজন। জলের জন্য অনোক পুজো বন্ধ হয়ে গেছে।''
ঘূর্ণিঝড় দানার কারণে ভারী বৃষ্টি হয়েছিল ঘাটাল ও তার পার্শ্ববর্তী এলাকায়। সেই জমা জল এখনও নামেনি। ঘাটাল পুরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ড প্লাবিত। জলের তলায় একাধিক পঞ্চায়েত এলাকাও। অনেক রাস্তায় নৌকা চড়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ঘাটালের প্রতিমা ব্যবসায়ী কার্তিক মণ্ডল বলেন, "অবস্থা খুব খারাপ। মানুষ আসতে পারছে না। ঘাটাল ও আশেপাশের অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। কালীপুজো বন্যার জন্য আমাদের অবস্থা খারাপ।'' জল যন্ত্রণায় জেরবার সাধারণ মানুষ। যার প্রভাব পড়ল এবার আলোর উৎসবেও। ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা বলেন, "গত কয়েকদিনের বৃষ্টির ফলে ১২টি ওয়ার্ড প্লাবিত। একটি ওয়ার্ডে নৌকা চলছে। দীপাবলি উৎসব মলিন।'' জলের জেরে বন্ধ করতে হয়েছে পুজোও। তাতে মনখারাপ ঘাটালবাসীর। ওই এলাকার এক বাসিন্দা সুদীপ সামন্ত বলেন, "২, ৩ ফুল জল আছে। জলের জন্য অনেক পুজো বন্ধ। আমরা কোনও দিন দেখিনি পুজো বন্ধ হয়েছে বলে। এই প্রথমবার কালী পুজোর সময় জল জমে।''
এই জল যন্ত্রণার মধ্যেই শুক্রবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে মূলত আকাশ পরিষ্কার থাকবে। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kali Puja 2024: অতিথি আপ্যায়ন থেকে পুজোর প্রস্তুতি, নিজের হাতে ভোগ রান্না মুখ্যমন্ত্রীর