কলকাতা: আপাতত বাজি বাজারে বাজি বিক্রিতে কোনও নিষেধাজ্ঞা নেই, নির্দেশ হাইকোর্টের। আতসবাজি মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য। 'বাজি বাজার শুরু হয়ে গিয়েছে, তাদের জন্যে কি গাইডলাইন?', কী ব্যবস্থা নেওয়া হয়েছে, রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের।

Continues below advertisement

আরও পড়ুন, রাজকন্যার প্রেমে পূজারি, কালী মন্দিরে 'নরবলি'-র নির্দেশ মহারাজার ! কিন্তু 'বলি'র ঠিক আগের মুহূর্তে যা হয়েছিল পূর্ব বর্ধমানে..

Continues below advertisement

'মুখ্যসচিবের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কী করেছে রাজ্য, রিপোর্ট দিয়ে জানাতে হবে। বায়ু দূষণ রুখতে কী পদক্ষেপ, জানাতে হবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। বাজি পোড়ানোর আগেও পর্ষদের ভূমিকা থাকে। বাজি পরীক্ষা থেকে জানতে পারে দূষণের পরিমাণ কতটা' পর্যবেক্ষণ আদালতের, রেগুলার বেঞ্চে মামলার পরবর্তী শুনানি। 

অপরদিকে,ধর্মতলায় শুরু হল বাজি বাজার। বাজি বাজার পরিদর্শন পুলিশ কমিশনারের। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী বাজারে ১৪০৩ টি বাজি প্রস্তুতকারক সংস্থার বাজি বিক্রি করা যাবে।সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বাজি বিক্রি হচ্ছে কিনা, তা ঘুরে দেখলেন সিপি। নিয়ম মেনে ২ টি দোকানের মাঝে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা হচ্ছে কি না, তাও খতিয়ে দেখেন সিপি। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)