কলকাতা: কড়াকড়ি করা হবে, দাবি করা হয়েছিল প্রশাসন (West Bengal) থেকে । পুলিশ টহলদারি চলবে শহর জুড়ে, বলা হয়েছিল সে কথাও ।             

Continues below advertisement

তারপরেও কালীপুজো (Kali Puja 2025) নিরুপদ্রব রইল না । নিয়ম ও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ফাটানো হল নিষিদ্ধ শব্দবাজি । অভিযোগ পেয়ে অভিযান চালাল কলকাতা পুলিশ । বাজেয়াপ্ত করা হল বিরাট পরিমাণের নিষিদ্ধ শব্দবাজি ।           

সোমবার কালীপুজো । আলোর উৎসব । তবে আলোর উৎসবকে অতিষ্ঠ করে তুলল শব্দ । নিষেধাজ্ঞা উড়িয়ে কলকাতার বিভিন্ন জায়গায় দেদার ফাটল শব্দবাজি । অভিযান চালিয়ে কলকাতা পুলিশ বাজেয়াপ্ত করেছে ৫২২ কেজি নিষিদ্ধ বাজি । নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে রাত ৮টা পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট ১৬ জনকে । উৎসবে অভব্য আচরণের অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।              

Continues below advertisement

সোমবার, ২০ অক্টোবর আলোর উৎসব । দীপান্বিতা অমাবস্যায় শক্তির আরাধনা চলছে বাংলা জুড়ে । সতীপীঠ থেকে সিদ্ধপীঠ, নিষ্ঠাভরে চলছে দেবী বন্দনা । কামাখ্যা, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর...সর্বত্রই এক ছবি । ঠনঠনিয়া থেকে লেক কালিবাড়ী, ফিরিঙ্গি কালীবাড়ি, সকাল থেকে চোখে পড়ার মতো ভক্ত সমাগম ।            

কথিত আছে, মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবী কালীর সৃষ্টি । নরমুণ্ডই দেবীর অলঙ্কার । যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা । বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক । যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন । মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন । শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক । ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী ।   

আলোর উৎসব দীপাবলিতে মেতেছে রাজ্য। আতসবাজিতে রঙিন আকাশ। মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। তারাপীঠ, দক্ষিণেশ্বরে জমজমাট সন্ধ্যারতি। কঙ্কালীতলায় কোপাইয়ের ধারে হল বিশেষ আরতি। তারাপীঠে রীতি মেনে শক্তির আরাধনা। নৈহাটির বড় মা-র সামনে ভক্তদের ভিড়। নিয়ম মেনে পুজো তমলুকের বর্গভীমা মন্দিরে। কামাখ্য়া সেজেছে আলোয়। পীঠে পীঠে  চলছে মাতৃবন্দনা।