কলকাতা: এবারও দীপাবলিতে শব্দ দানবের দাপট। রাত বাড়তেই দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি। যার জেরে দীপাবলির রাতে কলকাতায় গ্রেফতার করা হয়েছে ৬৪০-কে। ধৃতদের বিরুদ্ধে 'আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে' বলে বার্তা সিপির।

Continues below advertisement

আরও পড়ুন, অতীতে মাকেও ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, এবার আলমারি থেকে মেয়েকে ! ছাত্রীর রহস্যমৃত্যুতে উত্তপ্ত ভবানীপুর

Continues below advertisement

বাজি সংক্রান্ত অভিযোগে গ্রেফতার ১৮৩। অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার ৪৫১, জুয়া খেলার অভিযোগে ধৃত ৬। বাজেয়াপ্ত ৮৫২.৪৫ কেজি নিষিদ্ধ বাজি ও ৬৮ লিটার মদ। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে গ্রেফতার ৮৮২। 'গত বছরের তুলনায়, এ বছর শব্দদূষণের মাত্রা কম, ১০০-এরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।' আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে, জানালেন সিপি।

দীপাবলিতে ফের শহরে দূষণের দাপট। বাতাসের দূষণমাত্রা ভয় ধরানোর মতো।  এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছাড়িয়েছে ৩০০। গতকাল রাত ১২:০৪ পর্যন্ত বালিগঞ্জে সর্বোচ্চ দূষণের মাত্রা ৩৪৪। গতকাল রাত ১১:০৪ পর্যন্ত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ৩৩২। গতকাল ১২:০৪ পর্যন্ত বিধাননগর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ৩৩০। গতকাল রাত ১২:০৪ পর্যন্ত রবীন্দ্রসরোবর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ৩২৪। গতকাল রাত ১১:০৫ পর্যন্ত ঢাকুরিয়ায় সর্বোচ্চ দূষণের মাত্রা ৩১৫। 

আলোর উৎসবে দূষণের দাপট। সোমবার রাতে কলকাতার একাধিক জায়গায়, বাতাসের দূষণমাত্রা বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩০০ ছাড়িয়েছে। পরিসংখ্যান বলছে, শীতের শুরুর আগেই 'খুব খারাপ' পর্যায়ে রয়েছে বাতাসের গুণগত মান। দূষণের তালিকায় ওপরে নাম রয়েছে বালিগঞ্জ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকার। অন্যদিকে, কলকাতা পুলিশের কমিশনারের দাবি, গত বছরের তুলনায়, এ বছর শব্দদূষণের মাত্রা কম।

রাত যত বেড়েছে, ততই বেড়েছে শব্দদানবের দাপট। বাজির আওয়াজে কান পাতা দায়। একের পর এক ফোন গিয়েছে থানায়। কিন্তু কে শুনছে কার কথা! হেমন্তে দূষণের চাদরে ঢেকেছে দিল্লি। ভাল নেই রাজ্যের রাজধানীও। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে বলা হয়েছে - কালীপুজোর রাতে, দেদার শব্দবাজির দাপটে বাতাসের মান কার্যত ভয় ধরানোর মত। প্রতি ঘন মিটার বাতাসে Particulate Matter বা PM-এর স্বাভাবিক মাত্রা ১০০ মাইক্রোগ্রাম। সেখানে সোমবার  রাত ১২টা ৪ মিনিট পর্যন্ত, বালিগঞ্জে Air quality index বা AQI ছিল ৩৪৪। তার এক ঘণ্টা আগে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় সেই মাত্রা ছিল ৩৩২।  রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিমাপ অনুযায়ী, রাত ১২টা ৪ মিনিট পর্যন্ত, বিধাননগর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল ৩৩০। একই সময় পর্যন্ত, রবীন্দ্রসরোবর এলাকায় সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল ৩২৪সেই তুলনায় তালিকায় নীচের দিকে নাম রয়েছে ঢাকুরিয়ার। সেখানে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত, সর্বোচ্চ দূষণের মাত্রা ছিল ৩১৫। কী এই Particulate Matter বা PM? Particulate Matter বা PM হচ্ছে বাতাসের মধ্যে মিশে থাকা কঠিন বা তরল কণা। আমাদের মাথার একটি চুলের পরিধির ৫ থেকে ৭ গুন ছোট হচ্ছে বাতাসে সব থেকে বড় ধুলিকণার পরিমাপ। যাকে বলা হয় PM10 বা Particulate Matter10। আর তার চার ভাগের একভাগ আকারের ছোট কণার পরিমাপ Particulate Matter2.5 বা  PM2.5।