কলকাতা : আজ অমাবস্যা তিথিতে রাজ্যজুড়ে দেবী কালীর আরাধনা , সেই সঙ্গে আলোর উৎসব, আতসবাজির খেলা৷ ঘরে ঘরে দীপ প্রজ্জ্বলনের দিন। আইএমডি বর্ষা বিদায়ের খবর দেওয়ার পর থেকে দিনকয়েক ভালই রয়েছে আবহাওয়া। শীতের আগমনী বার্তা দিচ্ছে সকালের কুয়াশা। তাপমাত্রাও কমের দিকে। এরই মধ্যে কালীপুজোর আবহাওয়া নিয়ে এল আবহাওয়া দফতরের পূর্বাভাস। কালীপুজোতেও বৃষ্টি হবে কিনা তা নিয়ে একরকম চিন্তায় ছিল বঙ্গবাসী ৷ জেনে নিন কী বলছে, আলিপুর আবহাওয়া অফিস । 

Continues below advertisement

আলিপুরের আঞ্চলিক আবহাওয়া দফতরের আবহাওয়া বিভাগের প্রধান এইচ আর বিশ্বাস বলেন, "উত্তর-পূর্ব দিক থেকে আসা বাতাসের প্রভাবে আর্দ্রতা প্রবেশ করছে বঙ্গে ।  সাগরের উপর একটি সিস্টেমের পরোক্ষ প্রভাব রয়েছে। উত্তর-পূর্ব দিক থেকে আসা কিছু বাতাস সাগর দিয়ে আসছে।"                     

সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার পাওয়া যাবে। কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। 

Continues below advertisement

কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে সকালের দিকে হালকা মেঘলা আবহাওয়া থাকলেও, বর্ষণের আশঙ্কা কম।  আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে , সোমবার থেকে দক্ষিণের সব জেলাতেই বৃষ্টি কমছে। আসবে শীতের আমেজ। ধীরে ধীরে আবহাওয়া বদল হবে । পাতা ঝরার মরশুম শুরু হবে। শীতের ঝলমলে রোদের দেখা মিলবে । কালীপুজো ও ভাইফোঁটায় দক্ষিণের জেলাগুলিতে উৎসবে বাধা হবে না বৃষ্টি। 

তবে, সপ্তাহের শেষে ছট উৎসব চলাকালীন ফের হাওয়া বদলের ইঙ্গিত রয়েছে। বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর । ২৫ অক্টোবর শনিবার উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ; বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে হাওয়া অফিস। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে অন্যান্য জেলাতেও। দক্ষিণের হাওয়া  ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

এখন দক্ষিণ - পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় সুস্পষ্ট হয়েছে নিম্নচাপ। এই সিস্টেম গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গভীর নিম্নচাপ এলাকা আগামী ২৪ ঘন্টায় তৈরি হতে পারে লাক্ষাদ্বীপ সংলগ্ন কর্ণাটক ও কেরল উপকূলের এলাকায়। দক্ষিণ-পূর্ব আরব সাগর; লাক্ষাদ্বীপ এবং কেরল কর্ণাটক উপকূলে এর প্রভাব পড়তে পারে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েআরো শক্তিশালী হতে পারে। বলে অনুমান আবহবিদদের।