কলকাতা: কালীগঞ্জে বোমায় ৯ বছরের বালিকার মৃত্যু, রিপোর্ট তলব কমিশনের। চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যুতে এবার রিপোর্ট চেয়ে পাঠাল কমিশন। কমিশন সূত্রে খবর,'ভবিষ্যতে গণনা এবং বিজয় মিছিলের ক্ষেত্রে কী কী সতর্কতা, চিন্তাভাবনা করবে কমিশন',২০২৬-এর বিধানসভা ভোটের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত।
নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল। একুশের বিধানসভা ভোটের থেকেও বাড়ল মার্জিন। কিন্তু, চূড়ান্ত ফল ঘোষণা হওয়ার আগেই বিজয়োল্লাসের বলি হল ৯ বছরের একটা ফুটফুটে মেয়ে। বোমাবাজিতে প্রাণ গেল নিরীহ এক ক্লাস ফোরের ছাত্রীর!কোল খালি হয়ে গেল এক মায়ের! বোমাবাজিতে নিহত বালিকার মা বলেন,'তৃণমূল দল করে... সকাল থেকেই বোমা মারছে। মেয়ে ভয় করে খুব। ' বয়স মাত্র ৯ বছর! চতুর্থ শ্রেণির ছাত্রী। নির্বাচন থেকে এখনও শতহস্ত দূরে কিন্তু, কালীগঞ্জে ভোটগণনার দিনে, বিজয়োল্লাসের বোমাবাজি তাকেও ছাড়ল না! কালীগঞ্জের ঘটনায় মুখ্যমন্ত্রী x হ্যান্ডেলে লিখেছেন, 'কৃষ্ণনগর পুলিশ জেলার বারোচাঁদগড়ে বিস্ফোরণে একটি বাচ্চা মেয়ের মৃত্য়ুর ঘটনায় আমি মর্মাহত এবং গভীর শোকাহত। এই দুঃখের দিনে পরিবারের প্রতি আমার সমবেদনা।যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ও আইনি ব্য়বস্থা নেবে পুলিশ। ' রাজ্য় পুলিশের তরফে সোশাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, এই ঘটনার পিছনে যে দুষ্কৃতীরা রয়েছে, তাদের ধরতে আমরা কোনও ত্রুটি রাখব না। অভিযুক্তদের খোজে জোরকদমে তল্লাশি চলছে। আর পুলিশ সুপারের দাবি, দুর্ঘটনাবশতঃ বোমার সপ্লিনটার থেকে বালিকার মৃত্যু হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে বলেন, এখন পর্যন্ত আমরা যেটা স্থানীয় শত্রুতা হিসেবেই পেয়েছি। একজন গ্রেফতার হয়েছে। হতে পারে কিছু স্প্লিন্টার দুর্ঘটনাবশত এসে লেগেছে। পুলিশের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভকে হাতিয়ার করেছে বিরোধীরাও।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, আমি শুধু বলব যে, নির্বাচনে জয়ের নামে, কুৎসিৎ বীভৎসাতার জয় হয়েছে। এটা তৃণমূলের জয় কি কার জয় , আমি জানি না। দুভার্গ্য যে, একটা হায়নার দল, তৃণমূলের হয়ে মানুষের হয়ে কামড়ে খাচ্ছে। নির্বাচনে কেউ জেতার পরে আনন্দ করে। মানে বুঝি। কিন্তু তাতে দুটো পটকা ফোটায়, তারও মানে বুঝি। কিন্তু এতো পটকা নয়, বোমা। বাছাই করে বোমা নিয়ে এসেছিল কে ? দুষ্কৃতী। ছুঁড়েছে কে ? দুষ্কৃতী। কাকে ছুঁড়েছে, সেটা বড় কথা নয়। ক্লাস ফোরে পড়া মেয়ে, তার আবার দল কী ?! উপনির্বাচনে তৃণমূল জিতবে, এটা তো নতুন কোনও কথা নয়, সবাই জানে।'