বাচ্চু দাস, কালিম্পং: বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। আগামী সোমবার তৈরি হতে পারে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে টানা বৃষ্টিতে কালিম্পঙের ২৯ মাইলে ধস। বাংলা থেকে সিকিম যাওয়ার রাস্তায় ধস।


গত মাসে প্রবল বৃষ্টিতে শিলিগুড়ি (Siliguri) থেকে সিকিম (Sikkim) যাওয়ার পথে ধস নেমছিল। ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস। এর জেরে বিপর্যস্ত হয়েছে যান চলাচল। গাড়ির লম্বা লাইনে বিপর্যস্ত যাত্রীরা। ২৯ মাইলের কাছে বড়সড় ধস নামার জেরে প্রায় ২-৩ কিমি রাস্তা জুড়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। পাহাড়ি এলাকায় দফায় দফায় ধস নামার জেরে সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। 


এছাড়াও গত মাসে দার্জিলিঙে সেবকের কাছে পাহাড় থেকে গড়িয়ে পড়া বোল্ডারের ধাক্কায় মৃত্যু হয়েছিল সেনাবাহিনীর এক জওয়ানের। ১০ নম্বর জাতীয় সড়কে করোনেশন ব্রিজের কাছে ধস নামার জেরে রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ ছিল। এই সময় প্রথমে শিলিগুড়ি থেকে সেবক পর্যন্ত অটোতে পৌঁছন গোর্খা রেজিমেন্টের জওয়ান রিনচেন তামাং। যদি কোনওভাবে বাড়ি ফেরা সম্ভব হয়, সেই চেষ্টা করার জন্য সেবকে পৌঁছলেও এক কিলোমিটার রাস্তা জুড়ে ধস থাকায় তাঁকে বাধ্য হয়ে শিলিগুড়ি ফেরার রাস্তা ধরতে হয়। আর সেই ফেরার পথেই বিপদ। সেবকের কালীমন্দিরের কাছে একটি বড় বোল্ডার পাহাড় থেকে গড়িয়ে আচমকা অটোর উপর পড়ে। গুরুতর আহত হন অটো চালক এবং ওই সেনা জওয়ান ও গাড়ির ড্রাইভার। তাদের উদ্ধার পরে স্থানীয়রা পৌঁছে দেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। পরে সেখানেই দুর্ভাগ্যবশত ওই জওয়ানের মৃত্যু হয়। 


পুলিশ সূত্রে খবর, গোর্খা রেজিমেন্টের জওয়ান রিনচেন তামাং-এর পোস্টিং ছিল রাঁচিতে। ছুটি নিয়ে তিনি সিকিমে নিজের বাড়ি ফিরছিলেন। কিন্তু, ধসের জেরে রাস্তা বন্ধ থাকায়, ফের অটো করেই শিলিগুড়ি ফিরছিলেন। এমন সময় সেবকের কালীমন্দিরের কাছে একটি বড় বোল্ডার পাহাড় থেকে গড়িয়ে আচমকা অটোর উপর পড়ে। গুরুতর আহত হন অটো চালক এবং ওই সেনা জওয়ান। পরে জওয়ানের মৃত্যু হয়।