কলকাতা: 'আপনি আছেন এটাই যথেষ্ট।' লম্বা ক্যাপশানের সারমর্ম এটাই। সঙ্গে পুরনো ধাঁচের একটা ছবির পোস্টার। সেখানে লেখা, 'আসিতেছে! সৃজিত মুখোপাধ্যায়র নতুন ছবি -  অতিউত্তম'। মুখ্যভূমিকায়, মহানায়ক উত্তমকুমার! পোস্টারের ওপরেই জ্বলজ্বল করছে তাঁর ছবি। মুখে সেই ভুবনভোলানো হাসি। মহানায়কের জন্মদিনে নতুন ছবির পোস্টার প্রকাশ করলেন পরিচালক।


আজ উত্তমকুমারের জন্মবার্ষিকী। আর এই দিনটাকেই নতুন ছবির পোস্টার প্রকাশ করার জন্য বাছলেন সৃজিত। সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশানে লিখলেন, ' টানা ৪ বছরের গবেষণা, ৬২টা ছবি বারবার দেখা, সঠিক জায়গা খুঁজে বের করা, চিত্রনাট্য বদলানো, প্রয়োজনীয় অনুমতি নেওয়া, ভিএফএক্স বিশেষজ্ঞদের সঙ্গে অগণিত বৈঠক, সিনেমাটোগ্রাফার, ডিজাইনারদের সঙ্গে বার বার আলোচনার পরে, একটা স্বপ্ন সফল হতে যাচ্ছে। আপনি আছেন, এটাই যথেষ্ট'


সৃজিত তাঁর এই নতুন ছবির খবর প্রকাশ করেছিলেন অনেকদিন আগেই। ছবিতে ভিএফএক্সের মাধ্যমে অভিনয় করদে দেখা যাবে উত্তমকুমারকে। উত্তমকুমারের চরিত্র ছাড়াও এই ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। রয়েছেন 'প্রায় কাফকা' অভিনীত অনিন্দ্য সেনগুপ্ত ও রোশনি ভট্টাচার্য। সৃজিতের এই 'ড্রিম প্রোজেক্টের হাত ধরে অভিনয়ে পা রাখছে চলেছেন বেশ কিছু নতুন মুখ। সূত্রের খবর, জিনা তরফদারকেও দেখা যাবে এই ছবিতে।


আপাতত মুম্বইতে 'শাবাশ মিঠু'-র শ্যুটিং-এ ব্যস্ত সৃজিত। সম্প্রতি শেষ করেছেন নতুন বাংলা ছবি 'এক্স=প্রেম' এর শ্যুট। সৃজিতের নতুন এই ছবিতেও দেখা যাবে একঝাঁক নতুন মুখকে। চিরপরিচিত ঘরানা থেকে বেরিয়ে এসে অন্যধারার গল্প বলায় মজেছেন সৃজিত। নতুন ছবি 'এক্স=প্রেম' আদ্যোপান্ত প্রেমের গল্প। গোটা ছবিটাই দেখানো হবে সাদায়-কালোয়।


পরিচালকের নতুন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'-র শ্যুটিং শুরু হবে কিছুদিন পরেই। এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধছেন অনির্বাণ ভট্টাচার্য ও পাওলি দাম। শুরু থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ও রানা সরকার প্রযোজিত লহ গৌরাঙ্গের নাম রে'। কেন? অন্যতম কারণ ছবির কাস্টিং। শোনা গিয়েছিল এই ছবিতে অভিনয়ের জন্য সৃজিতের প্রথম পছন্দ ছিলেন যীশু সেনগুপ্ত। কিন্তু কোনও এক অজানা কারণে চরিত্রায়নের তালিকা থেকে বাদ পড়েছে যীশুর নাম। তবে টিম 'লহ গৌরাঙ্গের নাম রে'-র তরফে অবশ্য দাবি করা হয়েছে, ডেট না পাওয়ার জন্যই এই ছবিতে কাজ করতে পারছেন না যীশু।