অমিতাভ রথ, ঝাড়গ্রাম: করোনাবিধির (Covid19) তোয়াক্কা না করে ঝাড়গ্রামে সুপারস্পেশালিটি হাসপাতাল (Jhargram Super Speciality Hospital) ও করোনা হাসপাতালে (Corona Hospital) সামনে মাইক বাজিয়ে নাচ। অভিযোগ, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তীব্র স্বরে মাইক বাজিয়ে নাচ করেন কালীপুজো (Kali Puja) কমিটির সদস্যরা। শুধু তাই নয়, মানিকপাড়ায় একসঙ্গে প্রায় হাজার লোকের জমায়েত করে ডিজে (DJ) বাজিয়ে নাচ করা হয় বলে অভিযোগ।


রাজ্য সরকারের (West Bengal Governmnet) নিয়ম অনুযায়ী রাত ১০টার পর মাইক বাজানোয় নিষেধাজ্ঞা রয়েছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা রয়েছে হাসপাতালের (Hospital) সামনে মাইক বাজানোর ক্ষেত্রেও। সেই নিয়ম না মেনে ঝাড়গ্রাম (Jhargram) শহরে একটি কালীপুজা কমিটি গভীর রাত পর্যন্ত মাইক বাজায় বলে অভিযোগ। রাতে ঝাড়গ্রাম থানার (Jhargram Police Station) আইসি গিয়ে ক্লাব সদস্যদের আটক করেন। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।


জানা গিয়েছে, নবচেতনা নামে এই ক্লাবের নিজস্ব কোনও জায়গা নেই। শিশুদের একটি পার্ক (Children Park) দখল করে কালীপুজো করে। পার্কের ১৫০ মিটারের মধ্যে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল (Jhargram Super Speciality Hospital)। যেখানে বর্তমানে করোনা রোগীদের চিকিৎসাও করা হয়। পার্ক চত্বর ঘিরে অ্যাডিশনাল এসপি, এসডিও, এসডিপিওর বাংলো। তারপরও এই করোনা আবহে নিয়ম না মেনে রাতে এলাকায় জমায়েত ও বিশৃঙ্খলা করার চেষ্টা করে। আর এই পরিস্থিতিতে হাসপাতালের রোগীরা মাইকের আওয়াজে অতিষ্ঠ হয়ে ওঠে। এরপরেই কড়া মনোভাব নেয় ঝাড়গ্রাম থানার আইসি।


নাগরিক কমিটির তরফ থেকে অধ্যাপক পার্থব্রত মাইতি ( Professor Parthabrata Maity) পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি  বলেন, “শিশুদের খেলার পার্কে পুজোর অনুমতি দেওয়া অন্যায় হয়েছে। অপর দিকে প্রশাসন (Administration) বারবার বলা সত্ত্বেও করোনাবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে হাজার খানেক লোক নিয়ে জমায়েত করে। গভীর রাত পর্যন্ত ডিজে বাজিয়ে নাচ হয়। শেষে পুলিশ গিয়ে সব বন্ধ করে।’’


আরও পড়ুন: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে নৌকায় বাঘের হানায় জখম যুবক