দুবাই: টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলির যাত্রা শেষ হল। টি-২০ বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে জয় দিয়ে প্রতিযোগিতা শেষ করল ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে যেতে না পারায় হতাশ গোটা দল। তবে জয় দিয়ে প্রতিযোগিতা শেষ করতে পারায় কিছুটা সান্ত্বনা থাকল।


ম্যাচের পর বিরাট বলেন, ‘টি-২০ ফর্ম্যাটে অধিনায়কত্ব ছেড়ে স্বস্তিবোধ করছি। জাতীয় দলের অধিনায়ক হওয়া অবশ্যই সম্মানের, তবে সবকিছু যাতে ঠিকঠাক চলে সেটা দেখতে হবে। আমার মনে হয়েছে, ওয়ার্কলোড যাতে সমস্যা তৈরি না করে, তার জন্য টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ার উপযুক্ত সময় এটাই। ৬-৭ বছর ধরে প্রচণ্ড ওয়ার্কলোড ও চাপ ছিল।’


সতীর্থদের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘দলের সবাই দারুণ। এখানে আমরা ভাল ফল করতে পারিনি, কিন্তু ভাল খেলেছি। দলের সবাই আমার কাজটা সহজ করে দিয়েছে। শেষ তিন ম্যাচে আমরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছি। টি-২০ ম্যাচে দু’দলের মধ্যে পার্থক্য খুব কম থাকে। প্রথম দুই ম্যাচে আমরা শুরুর ২ ওভারে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারিনি। আমরা যথেষ্ট সাহস দেখাতে পারিনি। আমাদের গ্রুপটা কঠিনও ছিল। রবি শাস্ত্রী ও তাঁর সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ। বছরের পর বছর ধরে তাঁরা খেলোয়াড়দের জন্য অসাধারণ পরিবেশ তৈরি করে রেখেছিলেন। তাঁরা দারুণ কাজ করেছেন।’


এরপর যখন সাধারণ খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে টি-২০ ম্যাচ খেলতে নামবেন, তখনও কি একইরকম আক্রমণাত্মক মেজাজ দেখা যাবে? বিরাট বলছেন, ‘আমার আগ্রাসন কোনওদিন বদলাবে না। যেদিন এটা বদলে যাবে, আমি সেদিন ক্রিকেট খেলা ছেড়ে দেব। অধিনায়ক হওয়ার আগেও আমি সবসময় দলে অবদান রাখার চেষ্টা করতাম।’


এদিন নিজে ব্যাটিং করতে না নেমে সূর্যকুমার যাদবকে তিন নম্বরে পাঠান বিরাট। এই সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘সূর্য এবারের বিশ্বকাপে খুব বেশি খেলার সুযোগ পায়নি। তাই আমার মনে হয়েছিল, ও কিছুটা স্মৃতি নিয়ে ফিরতে পারলে ভাল হবে। সেই কারণেই আমি ব্যাটিং করতে যাইনি।’