মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান): এবার কালীপুজোর চাঁদা নিয়ে জুলুমের অভিযোগ উঠল দুর্গাপুরে। আর কয়েকদিন পরই কালীপুজো, তাই মালবোঝাই লরি দাঁড় করিয়ে তাঁদের থেকে জোর করে চাঁদা তোলার অভিযোগ উঠল।
দুর্গাপুর থানার অন্তর্গত এস এন ব্যানার্জি রোড। সেই রাস্তা দিয়ে একাধিক মাল বোঝাই লরি যায় বিভিন্ন কারখানায়। সামনেই কালীপুজো। তাই রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়েই চলছে চাঁদা তোলা। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই দু'জনকে আটক করা হয়েছে।
কনিষ্ক মোড় থেকে শুরু করে শিবাজী মোড় পর্যন্ত, চার থেকে পাঁচ জায়গায় চাঁদার জুলুমের শিকার হচ্ছেন গাড়ির চালকরা। এমনটাই অভিযোগ। রাস্তার উপর লরি দাঁড় করিয়ে চাঁদা আদায়ের ফলে যানজটেরও সৃষ্টি হচ্ছে। এর ফলে হয়রান হচ্ছেন সাধারণ মানুষ। দুর্গাপুর থানার পুলিশ এস এন ব্যানার্জি রোড থেকে দু'জনকে আটক করেছে।
দিন কয়েক আগেই কালীপুজোর চাঁদা নিয়ে হুগলির সাহাগঞ্জে জুলুমবাজি চলে। দাবি মতো চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ওঠে একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। এমনকী বিলে নাম লেখা ক্লাবের কোনও অস্তিত্ব নেই বলেই জানিয়েছে পুলিশ।
কালীপুজোয় ৫০১ টাকা চাঁদা দাবি করা হয়। অভিযোগ ওঠে দাবি মতো চাঁদা না পাওয়ায় ভরসন্ধেয় দোকানের সামনেই ব্যবসায়ীকে এলোপাথাড়ি চড়চাপ্পড়, ঘুষি মারা হয়।
সোমবার ঘটনাটি ঘটে হুগলির সাহাগঞ্জের ডানলপ বাজার এলাকায়। মঙ্গলবার চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত ব্যবসায়ী সুব্রত সমাদ্দার। ডানলপ বাজারের আক্রান্ত ব্যবসায়ী সুব্রত সমাদ্দারের কথায়, 'ওর চাঁদা চাইতে আসে। ৫০১ টাকার বিল কেটে দেয়। কিন্তু আমি ৫১ টাকা দেব বলি। তাতেই ওরা রাজি না হয়ে হঠাৎ মারধর শুরু করে।'