কলকাতা: কালীপুজোর (Kalipujo) আগে বাংলার (West Bengal) জন্য স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে বিদায় নেবে বর্ষা, এমনটাই খবর। তবে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে (North Bengal)। মাঝে মাঝে কোনও কোনও জেলায় এক থেকে দু'পশলা ভারী বৃষ্টিও হতে পারে।
যদিও বর্ষা বিদায়ের আগে কলকাতা-সহ বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস। উত্তর আন্দামান সাগরে ১৮ অক্টোবর তৈরি হবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। ২০ অক্টোবর নাগাদ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে।
আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ অক্টোবর রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি চার জেলার আবহাওয়া শুকনো থাকবে। ফলে আপাতত কয়েকদিন এমন রোদ-বৃষ্টির খেলা চলবে। ভোরের দিকে কিছু ঠাণ্ডা ভাব থাকলেও, বেলা বাড়লে রোদের দাপটে গরম বাড়ছে। শহরের সর্বোচ্চ তাপমাত্র ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।
দক্ষিণবঙ্গেও রবিবার থেকে ক্রমাগত কমতে থাকবে বৃষ্টির পরিমাণ। তবে শুকনো আবহাওয়া এখনই নয়। কারণ বাতাসে জলীয় বাষ্প এখনও পর্যাপ্ত পরিমাণে রয়ে গেছে। তাই আগামী আট দিন আপেক্ষিক আর্দ্রতা জনিত প্যাচপ্যাচে পরিস্থিতি বহাল থাকবে। অন্যদিকে, আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নেই।