রানা, কালনা: রূপম ইসলামের (Rupam Islam) অনুষ্ঠানে বিশৃঙ্খলা। কালনা (Kalna) পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত হয়েছে খাদ্য পিঠে পুলি উৎসব। সেখানেই বুধবার রূপম ইসলামের (Rupam Islam) অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর অনুষ্ঠানের ভিড়কে কেন্দ্র করেই তৈরি হল চরম বিশৃঙ্খলা। রূপম ইসলামের গানকে অনুষ্ঠান শুনতে ভিড় জমান প্রচুর মানুষ। সন্ধে থেকে উপচে পড়া ভিড়ের কারণে অনেকেই ঢুকতে পারেননি অনুষ্ঠানের মূল জায়গায়। ফলে মাঠের বাইরেই ভিড় জমান তাঁরা। দর্শকদের উন্মাদনা পৌঁছয় চরমে।
এর পরেই দর্শকদের ভিড় সামাল দিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ প্রাথমিকভাবে দর্শকদের আটকানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি সামলাতে লাঠি উঁচিয়ে ভিড় নিয়ন্ত্রণেরও চেষ্টা করে পুলিশ।
অভিযোগ, পরিস্থিতি চরমে পৌঁছনোর কারণে রাস্তায় পড়ে যান অনেকে। আহতও হন বহু মানুষ। এমনকি পাঁচিল টপকে কে ভেতরে উঠতে গিয়েও পড়ে যান অনেকেই। শেষ নয় এখানেই, পুলিশ সূত্রে খবর, ওই এলাকার ভিড় থেকে ধারালো অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। অনুষ্ঠানে বিশৃঙ্খলা ঘিরেও রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের উদ্যোগে এই মেলা হয়। তাঁর অভিযোগ অনুষ্ঠান ব্যর্থ করতে এবং মেলায় উত্তেজনা সৃষ্টি করে বিজেপি ইচ্ছাকৃত এই বিশৃঙ্খলা তৈরি করেছে।