কলকাতা: নতুন বছরের প্রথম দিন পালিত হচ্ছে কল্পতরু উৎসব (Kalpataru Utsav)। সেই উপলক্ষ্যে ভক্ত সমাগম দক্ষিণেশ্বর মন্দির (Dakshineswar Kali Temple) এবং কাশীপুর উদ্যানবাটিতে (Cossipore Udyan Bati)। নতুন বছরের প্রথম দিন পুজো দিতে এসেছেন সকলে। করোনার জন্য গত দুই বছর কল্পতরু উৎসব পালন সম্ভব হয়নি। এ বার তই ভক্ত সমাগম বেড়েছে। সাজ সাজ রব চারিদিকে (Kalpataru Day)। 


নতুন বছরের প্রথম দিন পুজো দিতে সকাল থেকে ভক্ত সমাগম


১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, "তোমাদের চৈতন্য হোক৷" এর পর থেকে প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব৷



আরও পড়ুন: BJP Party Office: কয়েক দশকের সম্পর্কে ইতি, মুরলীধর সেন লেন থেকে ঠিকানা বদল করছে বঙ্গ বিজেপি


এ বারও তার অন্যথা হল না। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে সকাল থেকে পুণ্যার্থীদের ঢল নেমেছে। মঙ্গলারতি বা দীপারতি দিয়ে দিনের সূচনা হয়েছে। এর পর রীতি মেনে মায়ের পুজো হবে। বছরের প্রথম দিন মায়ের দর্শন পাওয়ার আশায় ভোর থেকে লাইন দিয়েছেন ভক্তরা। দু'বছরের করোনা-কাল কাটিয়ে এই প্রথম পয়লা জানুয়ারিতে কল্পতরু উৎসব হচ্ছে। ফলে প্রচুর ভক্ত সমাগম হবে বলে মনে করছেন দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ। কল্পতরু উৎসব উপলক্ষে মায়ের মূর্তিকে সাজানো হয়েছে বিশেষ ভাবে। কাঁসর, ঘণ্টা, মন্ত্রপাঠে গম গম করছে মন্দির চত্বর।


১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ


কল্পতরু উৎসব উপলক্ষ্যে সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটিতেও ভক্ত সমাগম চলছে। বিশেষ এই দিনেই কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু রূপে ভক্তদের আর্শীবাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। নতুন বছর যাতে মঙ্গলময় হয়, সে জন্য বছরের প্রথম দিনে ভক্তরা এসেছেন পুজো দিতে। মাঝে দু'বছর বিরতির পরে এ বার ভিড় বেড়েছে সেখানেও।


এত ভিড়ের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থাকেও কৃতিত্ব দেওয়া হচ্ছে। মেট্রো পরিষেবাও সহায়ক হয়েছে। এত মানুষ ভিড় করেছেন যে বালি ব্রিজ পর্যন্ত মানুষের লাইন চোখে পড়ে। একদিকে ভবতারিণী দর্শন, অন্য দিকে ঠাকুর যেখানে থাকতেন, সেই জায়গা প্রাণ ভরে দেখার আগ্রহ, ভক্ত সমাগম চোখে পড়ছে সকাল থেকে।