শিবাশিস মৌলিক, কলকাতা: বেশ কয়েক দশক পর, ৬ নম্বর মুরলীধর সেন লেন থেকে সরতে চলেছে বিজেপি-র রাজ্য দফতর (BJP Party Office)। ২০২৪-এর  লোকসভা নির্বাচনের আগে, বহুতল পার্টি অফিস তৈরির লক্ষ্য থাকলেও, আপাতত সেক্টর ফাইভের (Sector 5) ভাড়া বাড়িতে স্থানান্তর হতে চলেছে বিজেপি-র রাজ্য অফিস।


২০২৪-এর  লোকসভা নির্বাচনের আগে বহুতল পার্টি অফিস তৈরির লক্ষ্য রয়েছে


২০২১ সালে রাজ্য়ে পরিবর্তনের ডাক দিলেও, বিধানসভা নির্বাচনে পরিবর্তন আনতে পারেনি বিজেপি। এ বার পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে পরিবর্তনের পথে বঙ্গের গেরুয়া শিবিরই। তবে রাজ্য়ে নয়, দফতরের ঠিকানায়। ৬ নম্বর মুরলীধর সেন লেন থেকে সেক্টর ফাইভ, নতুন বছরে নতুন ঠিকানা পেতে চলেছে বিজেপির রাজ্য দফতর।


মুরলীধর সেন লেনের সঙ্গে কয়েক দশকের সম্পর্কে ইতি টানছে রাজ্য় বিজেপি। গাড়ি রাখার সমস্যা থেকে, বর্ষায় হাঁটু সমান জল জমে যাওয়া। শুধু তাই নয়, বিজেপির রাজ্য দফতরের নিকাশিতেও সমস্যা রয়েছে। তার উপর যুক্ত হয়েছে ইঁদুরের উপদ্রব।

এর মধ্যেই সম্প্রতি, বিজেপি-র রাজ্য দফতরে এসে বৈঠক করে গেছেন দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পরই রাজ্য পার্টি অফিসের ঠিকানা বদল করতে চলেছে বিজেপি।


আরও পড়ুন: Kolkata Accident: নতুন বছরের প্রথম দিনই দুর্ঘটনা শহরে, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, চালক ঘুমিয়ে পড়াতেই বিপত্তি!


২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে জমি কিনে বহুতল পার্টি অফিস তৈরির লক্ষ্য রয়েছে বিজেপি। তার আগে, আপাতত সেক্টর ফাইভে স্বাস্থ্য় ভবন সংলগ্ন একটি ভাড়া বাড়িতেই আপাতত সংসার পাতছে রাজ্য় বিজেপি। 


এ নিয়ে রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এই পার্টি অফিসে অসুবিধে হচ্ছিল আমাদের। তাই নতুন পার্টি অফিস করতে হবে। জমি কিনে বাড়ি তৈরি করে, কাজ করতে অনেক সময় লাগবে। তাই আপাতত ভাড়াবাড়িতে উঠে যাওয়ার সিদ্ধান্ত।"


ঠিকানাবদল নিয়ে বিজেপি-কে যদিও কটাক্ষ করেছে তৃণমূল


এই ঠিকানাবদল নিয়ে বিজেপি-কে যদিও কটাক্ষ করেছে তৃণমূল। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "এর কোনও রাজনৈতিক তাৎপর্য নেই। আমার খুন জানতে ইচ্ছে করছে, এক একটি তলায় কী থাকছে, আদি বিজেুি, নব্য বিজেপি, সিবিআই-এর তাড়া খেয়ে বিজেপি হওয়া লোকজন..."। এই জানুয়ারিতেই সেক্টর ফাইভের ভাড়া বাড়িতে বিজেপি-র রাজ্য দফতর স্থানান্তরিত হতে চলেছে।