নদিয়া: কল্যাণী এইমসে (Kalyani AIIMS) চাকরি-‘দুর্নীতি’তে নাম জড়াল আরও এক বিজেপি (BJP) বিধায়কের। প্রতারণায় অভিযুক্ত রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। চাকরি দেওয়ার নামে আড়াই লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। ভোটে জিতলে এইমসে চাকরির প্রতিশ্রুতি দেন মুকুটমণি, অভিযোগ চাকরিপ্রার্থীর। রানাঘাট থানায় প্রতারণার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
বিপাকে সিআইডি: এর আগে কল্যাণী এইমসে (Kalyani AIIMS) নিয়োগ দুর্নীতি-অভিযোগের তদন্তে বিপাকে পড়ে সিআইডি। কেন্দ্রের অনুমতি ছাড়া কীভাবে কেন্দ্রীয় সংস্থায় তদন্তে সিআইডি? প্রশ্ন তুলে সরব হন সুকান্ত মজুমদার। দুর্নীতি দমন আইনে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করতে হলে কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। প্রাথমিক পর্যবেক্ষণে জানান প্রধান বিচারপতি। এই ধরনের মামলার তদন্তের ক্ষেত্রে সিআইডি-কে সতর্ক থাকার পরামর্শ হাইকোর্টের। কেন্দ্রের অনুমতি না নিয়েই তদন্ত চালাচ্ছে সিআইডি। হাইকোর্টে অভিযোগ জানায় কেন্দ্র। এর আগেই কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই (CBI) তদন্তের দাবিতে দায়ের হয় জনস্বার্থ মামলা। পরবর্তী শুনানির কথা ছিল ২৪ অগাস্ট।
কল্যাণী এইমসে (Kalyani AIIMS) নিয়োগ দুর্নীতি মামলায় CID-কে স্টেটাস রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় হাইকোর্ট (Calcutta High Court)। জানানো হয় ১৬ অগাস্টের মধ্যে পেশ করতে হবে স্টেটাস রিপোর্ট। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর আগে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা।
SSC-র ধাঁচে কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি (Illegal) নিয়োগের অভিযোগে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক-সহ ৮ জনের নামে এফআইআর দায়ের হয়েছিল। এরপর তদন্ত শুরু করে সিআইডি। সিআইডিকে নথি হস্তান্তর করে কল্যাণী থানার পুলিশ। সূত্রের খবর, কল্যাণী এইমসে নিয়োগ-দুর্নীতির অভিযোগে এফআইআরে নাম রয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের।
কী অভিযোগ উঠেছিল? তাঁদের অভিযোগ, বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সুপারিশে কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে। প্রতিবাদে আজ বিধায়কের দোকানের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। কেন্দ্রীয় সরকারি চাকরি চাই বলে স্লোগান তোলেন তাঁরা।
আরও পড়ুন: CBI : প্রাথমিক শিক্ষা পর্ষদে সিবিআই, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পরই হানা