সুজিত মণ্ডল, নদিয়া: চাকরি বাঁচাতে রেজিস্ট্রারের পা জড়িয়ে কাঁদছেন মহিলা নিরাপত্তা কর্মী, এই ছবি নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে!
মহিলা নিরাপত্তা কর্মীদের অভিযোগ, প্রায় ১১ বছর ধরে তাঁরা এজেন্সির মাধ্যমে এখানে কাজ করছেন। সম্প্রতি নতুন লোক নিয়োগ করে তাঁদের কাজের দিনের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
নোটিস ছাড়াই তাঁদের বসিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ নিরাপত্তা কর্মীদের। চাকরি বাঁচানোর দাবিতে আজ সকালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মূল গেটে বিক্ষোভ দেখান মহিলা নিরাপত্তা কর্মীরা। এদিকে সেই সময় এই বিক্ষোভের জেরে আটকে পড়ে রেজিস্ট্রারের গাড়ি। এরপর রেজিস্ট্রার গাড়ি থেকে নামতেই তাঁর পা ধরে কান্নাকাটি শুরু করেন এক মহিলা নিরাপত্তা কর্মী। রেজিস্ট্রার জানিয়েছেন, রাস্তায় বসে নয়, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।