কলকাতা : "প্রমাণ হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার, তাঁর পুলিশ ধর্ষকদের সুরক্ষা দেয়।" কামদুনি ইস্যুতে বিজেপির মহিলা মোর্চার মিছিল থেকে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ বিজেপির মহিলা মোর্চার মিছিলে (BJP Mahila Morcha Rally) বিরোধী দলনেতা যোগ দিতে যাওয়ার আগেই পতাকা-যুদ্ধ শুরু হয়ে যায় কামদুনিতে (Kamduni)। সকালে গোটা এলাকা মুড়ে ফেলা হয় তৃণমূলের পতাকায়। বেলার দিকে পাল্টা পতাকা লাগানোর কাজ শুরু করে বিজেপি।


গণধর্ষণ, খুন, ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকা বিকৃত একটা শরীর। হাড়হিম করা ঘটনার স্মৃতি কামদুনিকে প্রতিনিয়ত তাড়িয়ে বেরিয়েছে। আর এক দশক পর যখন, ফাঁসির সাজাপ্রাপ্তকে বেকসুর খালাস করা হয়েছে, ২ দোষীকে ফাঁসির বদলে যাবজ্জীবনের নির্দেশ দিয়েছে আদালত, কামদুনির বুকে আবার জ্বলে উঠেছে প্রতিবাদের আগুন। রাজ্য বিজেপি মহিলা মোর্চার ডাকে আজ কামদুনিতে মিছিল হয়। তাতে যোগ দিয়ে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


তিনি বললেন, "মৌসুমী, টুম্পা বা বাকিদের জন্য নিরাপত্তার ব্যবস্থা হয়নি। নিরাপত্তার ব্যবস্থা হয়েছে, কিন্তু যারা ধর্ষক তাদের বাড়ির সামনে পুলিশ পোস্টিং হয়েছে। তাদের বাড়ির সামনে পুলিশের মোতায়েন হয়েছে। যাতে তারা সুরক্ষিত থাকে। প্রমাণ হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাঁর পুলিশ ধর্ষকদের সুরক্ষা দেয়। তাই বিজেপির এই মহিলা মোর্চা আজকের এই আন্দোলন নয়, আগেও সুকান্ত মজুমদারের নেতৃত্বে এখানে জেলা বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিল। আজ আমরা হেঁটে গেলাম। গতকাল আমরা পরিবারের সঙ্গে এবং যাঁরা প্রতিবাদী নারী মৌসুমী-টুম্পার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের এসএলপির উপর নির্ভর না করে, তাঁরা যদি সুপ্রিম কোর্টে যান, তাহলে BJP, বিরোধী দলনেতা...আমরা সর্বোচ্চ দুই ব্যারিস্টারের নাম আমাদের দিয়েছেন। আমরা তাঁদেরই ব্যবস্থা করেছি। আমরা নিশ্চিত উচ্চ আদালতের হস্তক্ষেপে এই ধর্ষকরা সর্বোচ্চ শাস্তি পাবে। আমাদের যে বোনটিকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তাঁর আত্মা শান্তি পাবে।" 


এদিকে সিআইডি তদন্তে গাফিলতির অভিযোগে ফের গর্জে উঠেছে কামদুনি। কলকাতা থেকে কামদুনিতে মিছিল। ভিক্টোরিয়া হাউস থেকে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিলে কামদুনির প্রতিবাদীদের সঙ্গে পা মেলালেন নামমাত্র বিশিষ্ট। দেখা গেল না বেশিরভাগকেই। পতাকা দূরে সরিয়ে হাঁটলেন বাম-কংগ্রেস নেতারাও।


কামদুনিতে শুভেন্দুর নেতৃত্বে বিজেপির মহিলা মোর্চার মিছিল। গেল আইএসএফের প্রতিনিধিদলও।